IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া মহারণ, মেগা সেমিতে কেমন হতে পারে দুই দলের একাদশ

Last Updated:

IND vs AUS: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে আজ মহারণ। ২২ গজে আরও একবার মহিলা ক্রিকেটের দুই শক্তিধর দেশ ভারত ও অস্ট্রেলিয়া। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ম্যাচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।

ভারত বনাম অস্ট্রেলিয়া
ভারত বনাম অস্ট্রেলিয়া
কেপটাউন: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২০২০ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলেও এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয়েছিল হরমনপ্রীত কউরের দলকে। এছাড়া কমনওয়েলথ গেমসের ফাইনালেও অজিদের কাছেই শেষ হয়েছিল ভারতের ট্রফি জয়ের স্বপ্ন। এবার কেপটাউনে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে একদিকে ভারতের কাছে যেমন বদলার সুযোগ। ঠিক তেমনই নিজেদের জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর ব্যাগি গ্রিনরা। মেগা ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।
সেমি ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম একাদশ কেমন হবে তা নিয়েও কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। ভারতীয় মহিলা দলের সম্ভাব্য একাদশ অনুযায়ী ইনিংসের শুরু করতে চলেছে স্মৃতি মন্ধনা ও শেফালি ভার্মা। মিডল অর্ডারে দলকে ভরসা দেবেন জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কউর ও দেবীকা বৈদ্য। উইকেট কিপার ব্যাটার হিসেবে রিচা ঘোষের খেলা নিয়ে কোনও সন্দেহ নেই। অলরাউন্ডার হিসেবে থাকছেন দীপ্তি শর্মা ও পুজা বস্ত্রকর। বোলিং লাইনে থাকছেন শিখা পাণ্ডে, রেণুকা সিং, রাজেশ্বরী গায়কোয়ার।
advertisement
ভারতীয় মহিলা দলের সম্ভাব্য একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দেবীকা বৈদ্য, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), শিখা পাণ্ডে, পুজা বস্ত্রকর, রেণুকা সিং, রাজেশ্বরী গায়কোয়ার।
advertisement
অরপরদিকে, মহিলা অস্ট্রেলিয়া দল যে কতটা শক্তিশালী তা নতুন করে বার অপেক্ষা রাখে না। গ্রুপ পর্বে একশো শতাংশ জয়ের রেকর্ড নিয়ে শেষ চারের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং অবশ্য সেমি ফাইনালে নিজেদের ফেভারিট মানতে নারাজ। ব্যাটিং-বোলিং বিভাগে একাধিক ক্রিকেটার রয়েছে যারা একাই ম্যাচের রং পাল্টে দিতে পারে।
advertisement
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: বেথ মুনি (উইকেটকিপার), মেগ ল্যানিং (অধিনায়ক), গ্রেস হ্যারিস, তাহিলা ম্যাকগ্রা, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং, মেগান স্কাট, অ্যালিসা হেলি, ডার্সি ব্রাউন ও জর্জিয়া ওয়ারহ্যাম।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া মহারণ, মেগা সেমিতে কেমন হতে পারে দুই দলের একাদশ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement