ICC T20 World Cup: কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি, Viral Bangladesh vs Sri Lanka-র এই Video

Last Updated:

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ খেলা শুরুর সঙ্গে সঙ্গেই জমে উঠেছে৷ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচে ৫ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা৷

ICC T20 World Cup: SL vs Ban: Litton Das and Lahiru Kumara engage spat watch viral video
ICC T20 World Cup: SL vs Ban: Litton Das and Lahiru Kumara engage spat watch viral video
#কলকাতা: টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ খেলা শুরুর সঙ্গে সঙ্গেই জমে উঠেছে৷ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচে ৫ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা৷ এদিকে এদিন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে উত্তেজনা ছড়াল বাইশগজের ওপরেই৷ প্রথমে কথার লড়াই তারপর তা ধাক্কাধাক্কিতে পৌঁছে যায়৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পেসার লাহিরু কুমারা ও বাংলাদেশের লিটন দাসের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতমধ্যেই ভাইরাল ভিডিও (Viral Video) তকমা পেয়ে গেছে৷
এই ঘটনা বাংলাদেশ ইনিংসের ছ নম্বর ওভারে ঘটেছিল৷ বাংলাদেশি  ক্রিকেটার লিটন দাস স্ট্রাইকে ছিলেন আর বল করছিলেন লাহিরু কুমার৷ শ্রীলঙ্কান বোলারের বলে লিটন দাস (Litton Das) মিড অফে শট খেলেন৷ কিন্তু তিনি ক্যাচ আউট হয়ে যান৷ এরপর তিনি প্যাভিলিয়নে ফেরেন৷ প্রথম আঘাতটা করেন কুমারা৷ কুমারার বলে একটু বেশি ক্রিয়েটিভ শট খেলতে গিয়ে আউট হন লিটন৷ কিন্তু বিশ্বকাপের ম্যাচ উত্তেজনা একটু বেশিই ছিল৷
advertisement
advertisement
লিটন ও কুমারার মধ্যে প্রথমে কথা বিনিময় হয়, তারপর লিটন দাস কুমারার দিকে এগিয়ে যান৷ তাঁদের দূরে সরিয়ে দেওয়া হয়৷ আসরে নামেন অন্য ওপেনার মহম্মদ নইম৷ তিনিও কুমারাকে কনুই দিয়ে ঠেলেন৷ দেখে নিন ঝগড়া থেকে শুরু করে ধাক্কাধাক্কির সেই ভাইরাল ভিডিও  (Viral Video) ৷
advertisement
নইম লাহিরুকে সরানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন, তখন শ্রীলঙ্কান ক্রিকেটাররা সেখানে চলে আসেন , অশান্ত ক্রিকেটারদের সেখানে শান্ত করেন শ্রীলঙ্কান সতীর্থরা৷ ফলে বিশ্বকাপের ম্যাচে বাইশ গজের লড়াইয়ের পাশাপাশি ধাক্কাধাক্কি করেও শিরোনামে এল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (Bangladesh vs Sri Lanka) ম্যাচ৷ মাঠের উত্তেজনা ঝগড়ায় পরিণত হয়ে যাওয়ায় এখন ক্রিকেটারদের এই ভিডিও ভাইরাল (Viral Video) ৷ ৷ কিছুক্ষণ পরে বিবাদ শান্ত হয়৷ টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ বাংলাদেশের ১৭১ রান করার পর দারুণ লড়াই করে ৫ উইকেটে প্রায় এক ওভার হাতে থাকতে ম্যাচে জিতে যায় শ্রীলঙ্কা৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি, Viral Bangladesh vs Sri Lanka-র এই Video
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement