ICC T20 World Cup: কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি, Viral Bangladesh vs Sri Lanka-র এই Video

Last Updated:

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ খেলা শুরুর সঙ্গে সঙ্গেই জমে উঠেছে৷ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচে ৫ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা৷

ICC T20 World Cup: SL vs Ban: Litton Das and Lahiru Kumara engage spat watch viral video
ICC T20 World Cup: SL vs Ban: Litton Das and Lahiru Kumara engage spat watch viral video
#কলকাতা: টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ খেলা শুরুর সঙ্গে সঙ্গেই জমে উঠেছে৷ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচে ৫ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা৷ এদিকে এদিন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে উত্তেজনা ছড়াল বাইশগজের ওপরেই৷ প্রথমে কথার লড়াই তারপর তা ধাক্কাধাক্কিতে পৌঁছে যায়৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পেসার লাহিরু কুমারা ও বাংলাদেশের লিটন দাসের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতমধ্যেই ভাইরাল ভিডিও (Viral Video) তকমা পেয়ে গেছে৷
এই ঘটনা বাংলাদেশ ইনিংসের ছ নম্বর ওভারে ঘটেছিল৷ বাংলাদেশি  ক্রিকেটার লিটন দাস স্ট্রাইকে ছিলেন আর বল করছিলেন লাহিরু কুমার৷ শ্রীলঙ্কান বোলারের বলে লিটন দাস (Litton Das) মিড অফে শট খেলেন৷ কিন্তু তিনি ক্যাচ আউট হয়ে যান৷ এরপর তিনি প্যাভিলিয়নে ফেরেন৷ প্রথম আঘাতটা করেন কুমারা৷ কুমারার বলে একটু বেশি ক্রিয়েটিভ শট খেলতে গিয়ে আউট হন লিটন৷ কিন্তু বিশ্বকাপের ম্যাচ উত্তেজনা একটু বেশিই ছিল৷
advertisement
advertisement
লিটন ও কুমারার মধ্যে প্রথমে কথা বিনিময় হয়, তারপর লিটন দাস কুমারার দিকে এগিয়ে যান৷ তাঁদের দূরে সরিয়ে দেওয়া হয়৷ আসরে নামেন অন্য ওপেনার মহম্মদ নইম৷ তিনিও কুমারাকে কনুই দিয়ে ঠেলেন৷ দেখে নিন ঝগড়া থেকে শুরু করে ধাক্কাধাক্কির সেই ভাইরাল ভিডিও  (Viral Video) ৷
advertisement
নইম লাহিরুকে সরানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন, তখন শ্রীলঙ্কান ক্রিকেটাররা সেখানে চলে আসেন , অশান্ত ক্রিকেটারদের সেখানে শান্ত করেন শ্রীলঙ্কান সতীর্থরা৷ ফলে বিশ্বকাপের ম্যাচে বাইশ গজের লড়াইয়ের পাশাপাশি ধাক্কাধাক্কি করেও শিরোনামে এল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (Bangladesh vs Sri Lanka) ম্যাচ৷ মাঠের উত্তেজনা ঝগড়ায় পরিণত হয়ে যাওয়ায় এখন ক্রিকেটারদের এই ভিডিও ভাইরাল (Viral Video) ৷ ৷ কিছুক্ষণ পরে বিবাদ শান্ত হয়৷ টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ বাংলাদেশের ১৭১ রান করার পর দারুণ লড়াই করে ৫ উইকেটে প্রায় এক ওভার হাতে থাকতে ম্যাচে জিতে যায় শ্রীলঙ্কা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি, Viral Bangladesh vs Sri Lanka-র এই Video
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement