T20 World Cup 2024: মাত্র ১৯ বলেই শেষ ম্যাচ, টি-২০ বিশ্বকাপে ইতিহাস তৈরি করল ইংল্যান্ড

Last Updated:

ICC T20 World Cup 2024 England vs Oman: অবশেষে টি-২০ বিশ্বকাপে জয়ে ফিরল ইংল্যান্ড। শুধু জয়ে ফেরাই নয়, মাত্র ১৯ বলে ম্যাচ জিতে তৈরি করল নতুন ইতিহাস।

স্কটল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়া ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার, টি-২০ বিশ্বকাপে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। গ্রুপের শেষ দুটি ম্যাচ বড় ব্যবধানে জেতা ছাড়া সুপার এইটে যাওয়ার কোনও রাস্তা খোলা ছিল না জস বাটলারের দলের। অবশেষে টি-২০ বিশ্বকাপে জয়ে ফিরল ইংল্যান্ড। শুধু জয়ে ফেরাই নয়, মাত্র ১৯ বলে ম্যাচ জিতে তৈরি করল নতুন ইতিহাস।
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রাশিদদের দাপুটে বোলিংয়ে ক্রিজে দাঁড়াতেই পারেনি ওমানের ব্যাটারকা। ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় ওমান। সর্বোচ্চ শোয়েব খান ১১ রান করেন। আরও কোনও ওমানের ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পারেনননি। ইংল্যান্ডের জোপ্রা আর্চার ও মার্ক উড ৩টি করে এবং আদিল রাশিদ ৪টি উইকেট নেন।
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। নেট রানরেট বাড়িয়ে নেওয়াটাই লক্ষ্য ছিল ব্রিটিশদের। ফিল সল্ট ১২ ও উইল জ্যাকস ৭ রান করে আউট হন। জস বাটলার অপরাজিত ২৪ ও জনি বেয়ারস্টো অপরাজিত ৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। ৩.১ ওভার অর্থাৎ ১৯ বলেই ম্যাচ জিতে নেয় জস বাটলারের দল।
advertisement
advertisement
এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে ম্যাচ জয়ের রেকর্ড তৈরি করল ইংল্যান্ড। এর আগে ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৯০ বল বাকি থাকতেই হারিয়েছিল শ্রীলঙ্কা। এবার ইংল্যান্ড ১০১ বল বাকি থাকতে ম্যাচ জিতে সেই রেকর্ড নিজেদের নামে করল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024: মাত্র ১৯ বলেই শেষ ম্যাচ, টি-২০ বিশ্বকাপে ইতিহাস তৈরি করল ইংল্যান্ড
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement