টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জাডেজা !

সাকিব আল হাসানকে টপকে কেরিয়ারে এই প্রথমবার আইসিসি-র র‌্যাঙ্ক তালিকায় শীর্ষস্থান দখল করলেন জাডেজা ৷

  • Share this:

    #দুবাই: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রীলঙ্কায় সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারবেন না রবীন্দ্র জাডেজা ৷ কিন্তু নির্বাসনের পরদিনই সুখবরটা এসে গেল ভারতীয় অলরাউন্ডারের কাছে ৷ টানা বেশ কয়েকটি ম্যাচ ভাল পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন রবীন্দ্র জাডেজা ৷ বাংলাদেশের সাকিব আল হাসানকে টপকে কেরিয়ারে এই প্রথমবার আইসিসি অলরাউন্ডারদের র‌্যাঙ্ক তালিকায় শীর্ষস্থান দখল করলেন জাডেজা ৷

    কলম্বো টেস্টে দু’ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও ছ’উইকেট পেয়েছিলেন জাডেজা। তবে ব্যাট হাতে সফল হননি। সবমিলিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাঁর পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৩৮। সাকিবের সংগ্রহে ৪৩১ পয়েন্ট।

    ব্যাটসম্যানদের তালিকায় প্রথম স্থানেই রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতের চেতেশ্বর পূজারা উঠে এসেছেন তৃতীয় স্থানে। তাঁর থেকে মাত্র তিন পয়েন্ট বেশি পেয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট। বিরাট কোহলি পঞ্চম। অজিঙ্কা রাহানে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। ঋদ্ধিমান চার ধাপ উঠে কেরিয়ারের সেরা ৪৪ তম স্থানে রয়েছেন।

    First published:

    Tags: Cricket, ICC Rankings, ICC Test Rankings, Ravindra Jadeja