ICC Cricket World Cup 2023 India vs England Warm up match: বিশ্বকাপ খেলতে আসার পথে প্লেনে কোন অভিজ্ঞতা হল ইংল্যান্ড দলের! রেগে লাল জনি বেয়ারস্টো
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
icc cricket world cup 2023 India vs England Warm up match: শনিবার ভারতের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তার আগে বিরক্ত, রেগে লাল ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। কারন জানলে অবাক হবেন আপনিও।
গুয়াহাটি: শনিবার ভারতের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তার আগে বিরক্ত, রেগে লাল ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। আর হওয়ারই কথা। বিশ্বকাপ খেলতে আসার জন্য সাধারণ যাত্রীদের সঙ্গে ইকোনমি ক্লাসে ৩৮ ঘণ্টার বেশি বিমান সফর করতে হল ইংল্যান্ড দলকে। নিজের বিরক্তির কথা ইনস্টা স্টোরিতে শেয়ার করে জানান বেয়ারস্টো।
শনিবার ম্যাচ, শুক্রবার গুয়াহাটি পৌছেছে জস বাটলাররা। প্রায় ৪০ ঘণ্টা বিমান সফরের ধকল সামলে ২৪ ঘণ্টার মধ্যে মাঠে নামাটা কতটা কষ্টের তা প্লেয়াররাই একমাত্র বুঝতে পারে। নিজের ইনস্টা স্টোরিতে সেই দুর্বিসহ যাত্রার অভিজ্ঞতার কথাই শেয়ার করেন জনি বেয়ারস্টো। শেয়ার করা ছবিতে ইংল্যান্ড স্কোয়াডকে সাধারণ যাত্রীদের সঙ্গে সফর কতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
Cricket World Cup 2023 | The England cricket team has arrived in Guwahati ahead of warm-up matches pic.twitter.com/gJuDoLbpMm
— ANI (@ANI) September 29, 2023
ইংল্যান্ড তারকা গোটা এই সফর কতটা বিরক্ত তা বোঝাতে গিয়ে লিখেছেন, ‘লাস্ট লেগ ইনকামিং… কিছু ট্রিপ হয়েছে’, এর পরে হাসিমুখের ইমোজি দিয়েছেন তিনি। তারপর লিখেছেন ‘৩৮ ঘন্টা এবং চলছে…’ । যখন বেয়ারস্টো পোস্টটি করেন তখন স্থানীয় সময় যে রাত ৯টা ২১ তাও উল্লেখ করেছেন। এমন লম্বা সফরের ধকল থেকেই নিজের বিরক্তি প্রকাশ করেছেন বেয়ারস্টো।
advertisement
Jonny Bairstow’s Instagram story.
England team reached Guwahati in an economy class of a flight. pic.twitter.com/r3Uf3Klchz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 29, 2023
আরও পড়ুনঃ Knowledge Story: বিমানে কোন ফল নিয়ে যাত্রা করা একেবারে নিষিদ্ধ, ধরা পড়লে হাজতবাসও হতে পারে
advertisement
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর আগামী ২ অক্টোবর গুয়াহাটিতে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাটলার-বেয়ারস্টোরা। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এক ঝলকে দেখে নিন বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 6:42 PM IST