IND vs AUS: সেমিফাইনালের আগে ভারতীয় ফ্যানেদের মনে ভয় ধরাবে এই তথ্য! এবার কি পাল্টাবে ভাগ্য?

Last Updated:

ICC Champions Trophy 2025 Semi Final IND vs AUS: আইসিসি ট্রফিতে ভারতের বরাবর শক্ত গাঁট অস্ট্রেলিয়া। সাম্প্রতিক কালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হার ও ওডিআই বিশ্বকাপের ফাইনাল হার তার অন্যতম প্রমাণ।

News18
News18
দুবাই: আইসিসি ট্রফিতে ভারতের বরাবর শক্ত গাঁট অস্ট্রেলিয়া। সাম্প্রতিক কালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হার ও ওডিআই বিশ্বকাপের ফাইনাল হার তার অন্যতম প্রমাণ। কিন্তু এখানেই শেষ নয়, আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। এছাড়া আইসিসি ইভেন্টের নকআউট পর্বে যদি ভারত বনাম অস্ট্রেলিয়ার পরিসংখ্যান দেখি তা ভয় ধারনোর মত।
ভারত ও অস্ট্রেলিয়া আইসিসি ইভেন্টের বিভিন্ন ফর্ম্যাটে নিঃসন্দেহে সেরা দুটি দল এবং তারা এখন পর্যন্ত ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত ১১টি জয়, ১৩টি পরাজয় এবং ১টি ড্র। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে আছে, যেখানে ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া হেড-টু-হেড রেকর্ডে ভারতকে পেছনে ফেলে দিয়েছে।
advertisement
টিম ইন্ডিয়া এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪টি ওয়ানডে বিশ্বকাপ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জিততে পেরেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত খেলা চারটি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে ভারতীয় দল। একটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও একটি ম্যাচ পরিত্যক্ত। টি-২০ বিশ্বকাপে দুই দল মোট ৬ বার মুখোমুখি হয়ছে। ভারত ৪টি ও অস্ট্রেলিয়া ২টি ম্যাচ জিতেছে।
advertisement
advertisement
আইসিসি ইভেন্টের নক আউট পর্বের ৭ ম্য়াচে মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। ভারত ৩ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার আরও একবার আরও একটি আইসিসি ইভেন্টের নকআউটে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে পরিসংখ্যান নিয়ে না ভেবে ভারতের জয় দেখার অপেক্ষায় গোটা দেশ।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: সেমিফাইনালের আগে ভারতীয় ফ্যানেদের মনে ভয় ধরাবে এই তথ্য! এবার কি পাল্টাবে ভাগ্য?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement