ICC Champions Trophy 2025: ভারতের বিরুদ্ধে নামার আগেই জোর ধাক্কা খেল পাকিস্তান! ঘরের মাঠে প্রথম ম্যাচেই লজ্জার হার

Last Updated:

ICC Champions Trophy 2025, PAK vs NZ: ঘরের মাঠে ফেভারিটচ তকমা নিয়ে নামলেও ২২ গজে ব্যাটে-বলে সেই তকমা ধরে রাখতে পারল না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল বাবর আজম-মহম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদারা।

News18
News18
করাচি: ঘরের মাঠে ফেভারিটচ তকমা নিয়ে নামলেও ২২ গজে ব্যাটে-বলে সেই তকমা ধরে রাখতে পারল না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল বাবর আজম-মহম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদারা। ২৩ তারিখ ভারতের বিরুদ্ধে মেগা ম্যাচে নামার আগেই ধাক্কা খেল পাক দল। ৬০ রানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় দুরন্ত শুরু করল ব্ল্যাক ক্যাপসরা।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়র মহম্মদ রিজওয়ান। শুরুটা খুব একটা ভাল না হলেও ওপেনার উইল ইয়ং ও টম ল্যাথামের ১১৮ রানেপ দুরন্ত পার্টনারশিপে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড সেঞ্চুরি করেন দুজনেই। ১০৭ রানের ইনিংস খেলেন উইল ইয়ং ও ১১৮ রানের ইনিংস খেলেন টম ল্যাথাম। শেষের দিকে ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান করে নিউজিল্যান্ড।
advertisement
৩২১ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। একদিক থেকে বাবর আজম দাঁড়িয়ে থাকলেও সঙ্গ পাননি তিনি। স্লো ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেন বাবর। ৯০ বলে ৬৪ করে আউট হন তিনি। পরের দিকে সালমান আলি আগা ২৮ বলে ৪২ ও লোয়ার অর্ডারে খুশদিল শাহ ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি।
advertisement
advertisement
শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৬০ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন উইল ও রর্ক এবং মিচেল স্যান্টনার। এই হারের ফলে প্রতিযোগিতায় শুরুতেই জোর ধাক্কা খেল আয়োজক পাকিস্তান। ২৩ তারিখ ভারতের বিরুদ্ধে হারলেই কার্যত বিদায় ঘণ্টা বেজে যাবে বাবর-শাহিনদের।
বাংলা খবর/ খবর/খেলা/
ICC Champions Trophy 2025: ভারতের বিরুদ্ধে নামার আগেই জোর ধাক্কা খেল পাকিস্তান! ঘরের মাঠে প্রথম ম্যাচেই লজ্জার হার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement