ICC Womens T20 World Cup 2024: আশঙ্কায় হল সত্যি, বাংলাদেশ থেকে মহিলা টি-২০ বিশ্বকাপ সরিয়ে দিল আইসিসি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Womens T20 World Cup 2024: অবশেষে আশঙ্কাই হল সত্যি। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪ অক্টোবরে বাংলাদেশে আয়োজিত হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে তা সরিয়ে দিল আইসিসি।
অবশেষে আশঙ্কাই হল সত্যি। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪ অক্টোবরে বাংলাদেশে আয়োজিত হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আইসিসি পরিস্থিতির দিকে নজর রেখেছিল। সবদিক বিচার করে মহিলা টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরানোর সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে ছিল বাংলাদেশ। । ১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায়। পরিস্থিতি কবে শান্ত হবে তা নিয়ে সন্দিহান ছিল সকলেই। টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর ২ মাসও। সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে সংযুক্তি আরব আমিরশাহিতে মহিলা টি-২০ বিশ্বকাপ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
advertisement
আইসিসির চিফ এগজিকিউটিভ জিওফ অ্যালারডিস একটি বিবৃতিতে বলেন,”বাংলাদেশে মহিলা টি-২০ বিশ্বকাপ হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সিদ্ধান্তে কোনও আপত্তি জানায়নি। আশা করছি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বাংলাদেশেও আয়োজিত হবে আইসিসি ইভেন্ট। বর্তমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলেছে মহিলা টি-২০ বিশ্বকাপ। এত কম সময়ে দায়িত্ব নেওয়ার জন্য ওদের ধন্যবাদ।”
advertisement
The ninth edition of ICC Women’s #T20WorldCup to be held in October 2024 has been relocated to a new venue.
Details 👇https://t.co/JnAyFlcJCv
— T20 World Cup (@T20WorldCup) August 20, 2024
advertisement
আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে বড় চমক! কে থাকছে আর কে পড়ছে বাদ? জেনে নিন
প্রসঙ্গত, বাংলাদেশের বদলে ভারতে এই প্রতিযোগিতা আয়োজন নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও ভারত তা অস্বীকার করে। তাই তড়িঘড়ি প্ল্যান বি তৈরি করতে হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে। তারপরই আরব আমিরশাহীকে চূড়ান্ত করা হয়। এর আগে করোনা কালে অল্প সময়ে আইপিএল আয়োজন করেছে ইউএই। এবারও টি-২০ বিশ্বকাপ ভালোয় ভালোয় মিটবে বলে আশাবাদী আইসিসি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 9:11 PM IST