'ভারতকে যে ভাবে নেতৃত্ব দিয়েছি, সে ভাবেই বোর্ড চালাবো,' বললেন সৌরভ
Last Updated:
এ দিন মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে সৌরভ বললেন, 'ধীরে ধীরে কাজ করব৷ ভারতকে যে ভাবে নেতৃত্ব দিয়েছি৷ সে ভাবেই ভারতীয় বোর্ড চালাবো৷ রঞ্জি, প্রথম শ্রেণির ক্রিকেটে নজর দেব৷ এ বারের বিশ্বকাপে ভারত ব্যর্থ হয়েছে৷ এই ব্যর্থতা আগেও এসেছে৷'
#মুম্বই: বোর্ড সভাপতি পদে তাঁর নাম ঘোষিত হওয়ার পরও বোর্ডের সংস্কারে জোর দিয়েছিলেন৷ বুধবার আনুষ্ঠানিক ভাবে বিসিসিআই-এর সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করার পরও সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, তিনি ধীরে ধীরে কাজ করবেন৷ বোর্ডের সংস্কার প্রয়োজন৷
Sourav Ganguly, President of Board of Control for Cricket on 'Clause 38' (a rule of BCCI about conflict of interest): It has to change. It is already being done by CoA, the administrators who vacated office today have already put it in SC. So, we'll see how far it gets modified. pic.twitter.com/LOwaUYN0XK
— ANI (@ANI) October 23, 2019
advertisement
advertisement
এ দিন মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে সৌরভ বললেন, 'ধীরে ধীরে কাজ করব৷ ভারতকে যে ভাবে নেতৃত্ব দিয়েছি৷ সে ভাবেই ভারতীয় বোর্ড চালাবো৷ রঞ্জি, প্রথম শ্রেণির ক্রিকেটে নজর দেব৷ এ বারের বিশ্বকাপে ভারত ব্যর্থ হয়েছে৷ এই ব্যর্থতা আগেও এসেছে৷'
একই সঙ্গে আইসিসি-র কাছ থেকে বকেয়া টাকা পাওয়া নিয়েও জানালেন সৌরভ৷ বললেন, 'আইসিসি-র থেকে বকেয়া পাবো৷ বকেয়া মূল্য কয়েক কোটি টাকা৷ সেই টাকা আদায়ের জন্য আইসিসি-র সঙ্গে কথা বলব৷'
advertisement
আরও ভিডিও: নীল পাঞ্জাবীতে সেজে অষ্টমীর সকালে পুজো মণ্ডপে সৌরভ গঙ্গোপাধ্যায়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2019 3:25 PM IST