নিজের 'কুকীর্তি' ঢাকতে হরমনপ্রীতকে টানলেন বাংলাদেশ অধিনায়ক! নিগার সুলতানার কথায় তুমুল বিতর্ক!

Last Updated:

Nigar Sultana Drags Indian Women Cricket Team Captain Harmanpreet Kaur On Physical Assault Case: নিজে জড়িয়েছেন বিতর্কে, আর তা থেকে বাঁচতে গিয়ে আরও বিতর্ক বাড়ালেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা।

News18
News18
নিজে জড়িয়েছেন বিতর্কে, আর তা থেকে বাঁচতে গিয়ে আরও বিতর্ক বাড়ালেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। সম্প্রতি নিগার সুলতানরা বিরুদ্ধে সতীর্থদের মারার অভিযোগ উঠেছে। অভিযোগ করেন বাংলাদেশের অপর ক্রিকেটার জাহানারা আলম। আর নিজে বাঁচকে গিয়ে নিগার সুলতানা অপ্রত্যাশিতভাবে টেনে আনলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কউরকে।
জাহানারা আলম দাবি করেছিলেন, বেশ কয়েকজন জুনিয়র খেলোয়াড় তাকে ফোন করে জানিয়েছেন যে নিগার সুলতানা নাকি তাঁদের ওপর শারীরিক আক্রমণ করেছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সুলতানা। ডেইলি ক্রিকেট-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কেন সতীর্থদের মারব? আমি কেন ব্যাটের আঘাতে স্টাম্প ভাঙব? আমি কি হরমনপ্রীত, যে স্টাম্প ভেঙে বেড়াব? আমি কি হরমনপ্রীত, যে সতীর্থদের মারব?”
advertisement
নিগার সুলতানার দাবি, ব্যক্তিগতভাবে রাগ হলে তিনি নিজের ব্যাট বা হেলমেটে আঘাত করতে পারেন, কিন্তু কোনো খেলোয়াড়ের প্রতি শারীরিকভাবে আক্রমণাত্মক হওয়ার প্রশ্নই আসে না। অভিযোগকারীদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন সুলতানা। জাহানারা বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন উল্লেখ করে তিনি বলেন,”দলে এত ম্যানেজমেন্ট, ম্যানেজার, কোচিং স্টাফ থাকা সত্ত্বেও খেলোয়াড়রা বিদেশে থাকা একজন প্রাক্তন সহখেলোয়াড়কে ফোন করবে—এটি বাস্তবসম্মত নয়।” তাঁর মতে, কেউ যদি সত্যিই সমস্যায় পড়ত, তাহলে দলের মধ্যেই অভিযোগ করার উপযুক্ত জায়গা ছিল।
advertisement
advertisement
নিগার সুলতানা আরও বলেন, “যেভাবে আমাকে অভিযপক্ত করা হচ্ছে, আমি সেরকম মেয়ে নই।” তিনি মনে করেন, তাঁর বিরুদ্ধে যে গল্প ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মনগড়া। তিনি পুনরায় প্রশ্ন তোলেন—“যদি আমি কাউকে মারতাম, তাহলে এতদিনে কি কেউ কিছু বলত না? দলের কারও কাছে কি তা পৌঁছত না?”
advertisement
এই বিতর্কে এখন বাংলাদেশ দল দুই শিবির বিভক্ত। জাহানারার দাবি সত্য নাকি সুলতানার বক্তব্যের ওপর ভরসা রাখবে দল—তা নিয়ে চলছে আলোচনা। কিন্তু তাদের সমস্যার মধ্যে কেন হরমনপ্রীত কউরকে টেনে আনলেন বাংলাদেশ অধিনায়ক তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি হরমনপ্রীত কউরের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নিজের 'কুকীর্তি' ঢাকতে হরমনপ্রীতকে টানলেন বাংলাদেশ অধিনায়ক! নিগার সুলতানার কথায় তুমুল বিতর্ক!
Next Article
advertisement
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে? দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?দেখে নিন চুক্তি
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ

  • ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?

  • দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement