আজ উপ্পলে MI-CSK মহারণ, চেন্নাইয়ের বিরুদ্ধে ‘চারে চার’ কী হবে ? কী বলছেন রোহিত
Last Updated:
#হায়দরাবাদ: আজ হায়দরাবাদের মাঠে মহারণ ৷ মুখোমুখি আইপিএলের বরাবরের দুই ফেভারিট দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস ৷ দুই দলেরই একাধিকবার এর আগে ট্রফি জেতার নজির রয়েছে ৷ তাই আজকে জিতে নিজেদের ট্রফি ক্যাবিনেটে আরও একটা ট্রফি বাড়াতে মরিয়া মুম্বই এবং চেন্নাই দু’দলই ৷
হিটম্যান না ক্যাপ্টেন কুল, কার হাতে শেষ পর্যন্ত ট্রফি উঠবে, জানতে আর অপেক্ষা কিছু সময়েরই ৷ ফাইনালের আগে পরিসংখ্যানের বিচারে কিছুটা হলেও এগিয়ে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে মুম্বই এবং সিএসকে ৷ তিন বারই জিতেছে রোহিত ব্রিগেড ৷ আজ, ফাইনালের মতো মহাগুরুত্বপূ্র্ণ ম্যাচে যাতে সেই জয়ের রেকর্ড বজায় থাকে, তার জন্য মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স ৷ সমর্থকরাও সোশ্যাল মিডিয়াতে এখন একটাই স্লোগান ছড়িয়ে দিয়েছেন, সেটা হল ‘ওয়ান লাস্ট টাইম’ ৷ অর্থাৎ আর মাত্র একবার ৷ আজ, রবিবার হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে ফাইনাল জিতলে সিএসকে-র বিরুদ্ধে মুম্বইয়ের হিসেবটা দাঁড়াবে চারে চার।
advertisement
That is it from the press conference
Are you ready for tomorrow's final? #OneFamily #CricketMeriJaan #MumbaiIndians #IPL2019Final #MIvCSK @ImRo45 @MahelaJay pic.twitter.com/ehgdj4Ef3n — Mumbai Indians (@mipaltan) May 11, 2019
advertisement
তবে এ ব্যাপারে খুব একটা মাথা ঘামাতে রাজি নন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ৷ তিনি বলেন, ‘‘ আইপিএল অত্যন্ত কঠিন টুর্নামেন্ট ৷ তাই এ সব পরিসংখ্যান নিয়ে ভাবছি না ৷ মনে রাখা দরকার এবার গ্রুপ পর্বে রাজস্থান রয়্যালস আমাদের দু’বার হারিয়েছে ৷ কিন্তু ওরা প্লে অফে পৌঁছতে পারেনি ৷ তাই ম্যাচের দিনে যে দল ভাল খেলবে, তারাই জিতবে ৷ আগে কী হয়েছে, তা ভেবে লাভ নেই ৷ দলের বাকীদের বলে দিয়েছি, প্লে-অফে কী হয়েছিল সেই আবেগকে বিসর্জন দিয়ে ফাইনাল নিয়ে ভাবতে হবে। তার বাইরের ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামালে চলবে না।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 10:47 AM IST

