হিন্দমোটরের পয়মন্তী বাংলা গর্ব, টেবিল টেনিসে দেশের সেরা ১০-এ তিনি

Last Updated:

Table Tennis: দেশের হয়ে মেয়েদের টেবিল টেনিসে নতুন মুখ পয়মন্তী বৈশ্য।

+
পুরস্কার

পুরস্কার হাতে পয়মন্তী বৈশ্য

হুগলি: দেশের হয়ে মেয়েদের টেবিল টেনিসে নতুন মুখ পয়মন্তী বৈশ্য। ৮৫ তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় সিঙ্গেলস ও ডবল চ্যাম্পিয়ন হয়ে দেশের প্রথম ১০ জন মহিলা টেবিল টেনিস ক্রীড়াবিদদের তালিকায় নাম লিখেছেন হুগলির হিন্দমোটরের বছর ২১ এর পয়মন্তী বৈশ্য।
এই বছর প্রথমবার ন্যাশনাল চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন পয়মন্তী ৷ তবে রাজ্য স্তরের প্রতিযোগিতা ৷ দু’বছর আগে ২০২১ সালে পয়মন্তী রাজ্য থেকে সেরা হয়েছিলেন ৷
এছাড়াও সাবজুনিয়র, জুনিয়র, ইয়ুথ বিভাগে রাজ্য পর্যায়ে নিয়মিত খেতাব জিতেছেন তিনি ৷ এমনকী দেশের হয়ে জুনিয়র পর্যায়ে সার্বিয়ান ওপেনে সাফল্য পেয়েছেন বাংলার এই মেয়ে ৷
advertisement
আরও পড়ুন- ভারতীয় দলে ৩ বড় বদল! দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় মহাচমক?
হিন্দমোটরের নিম্নমধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা, এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প টেবিল টেনিসকে কেন্দ্র করেই ৷ বর্তমানে ৮৫ তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস ছাড়াও ডাবলসে সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন পয়মন্তী ৷
advertisement
তিনি বলেন, “আমি যে চ্যাম্পিয়ন হব তা ভাবিনি ৷ শুধুমাত্র নিজের খেলাটা খেলতে চেয়েছিলাম ৷ আমি এর আগে কোনদিন জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে সেমিফাইনালে খেলিনি ৷ জাতীয় ক্রমতালিকায় রয়েছি নয় নম্বরে ৷ এটা পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে।
পয়মন্তী সিঙ্গলসের ফাইনালে সদ্য অর্জুন পুরস্কার পাওয়া ঐহিকা মুখোপাধ্যায়কে হারিয়েছেন ৷ তার আগে কোয়ার্টার-ফাইনাল এবং সেমিফাইনালে অর্চনা কামাথ এবং শ্রীজা কে পরাজিত করেছেন।
advertisement
মাত্র ২১ বছরে জুনিয়র বিভাগে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিসে মেডেল ও ট্রফি জয় করেছেন তিনি ৷ শরথ কমলকে আর্দশ মানা পয়মন্তী ইতিমধ্যে নিজের লক্ষ্য স্থির করেছেন ৷
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার অবসর ২০২৪ সালেই! নাম দুটো শুনলে হা হয়ে যাবেন
লক্ষ্যপূরণে ধাপে ধাপে এগোতে চান ৷ আগামী বছরেও খেতাব ধরে রাখা তাঁর লক্ষ্য ৷ পয়মন্তী বলেন, “ক্রমতালিকায় প্রথম চারে ঢুকে পড়া প্রথম লক্ষ্য ৷ তারপর জাতীয় দলে জায়গা করে নিতে হবে ৷ ফের জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করতে চাই, এই খেতাবটা ফ্লুকে আসেনি ৷”
advertisement
এবারই প্রথম রেলের হয়ে সিনিয়র টিমে খেলার সুযোগ পেয়েছিলেন পয়মন্তী ৷ আর প্রথমবারেই সোনা জয় করেছেন তিনি ৷ এ বছর হরিয়ানায় ৮৫ তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অর্জুন পুরস্কার প্রাপক-সহ একাধিক খেলোয়াড়কে হারিয়েছেন হিন্দমোটরের বাসিন্দা পয়মন্তী ৷ রেলের হয়ে পুরস্কার জিতেছেন ৷ আগামীদিনে তাঁর লক্ষ্য এশিয়ান গেমস ও অলিম্পিকে সোনা জয় ৷
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/খেলা/
হিন্দমোটরের পয়মন্তী বাংলা গর্ব, টেবিল টেনিসে দেশের সেরা ১০-এ তিনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement