'রং বরসে' গানে নাচ কোহলির, আবীর দিচ্ছেন রোহিত, ভাইরাল টিম ইন্ডিয়ার হোলির ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
Holi 2023: দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। রঙের উৎসবে মেতেছে ভারতীয় ক্রিকেট দলকেও। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে সূর্যকুমার যাদব উৎসবের আমেজে পাওয়া গেছে গোটা দলকে।
আহমেদাবাদ: ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে প্রথম দুটি ম্যাচ পরপর জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তৃতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ৯ মার্চ থেক আহমেদাবাদে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে হলে এই টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তার মধ্যে রয়েছে পিচ নিয়ে বিতর্ক। তবে এই সবকিছুর মাঝেও হোলির উৎসবে মাতল গোটা ভারতীয় ক্রিকেট দল। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
চতুর্থ টেস্টের আগে হোলির দিনও অনুশীলন করে ভারতীয় দল। আহমেদাবাদে অনুশীলন শেষে নিজেদের আবীরের রঙে রাঙিয়ে নেন ভারতীয় ক্রিকেটাররা। ড্রেসিং রুমে জমিয়ে হোলি খেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, সুূর্যকুমার যাদবরা। তবে সেই হোলি খেলা শুধু ড্রেসিং রুমে নয়, হোটেলে যাওয়ার সময় বাসেও চলে আবীর খেলা। ভারতীয় দলের তরুণ ওপেনার শুবমান গিল বাসের ভিতরের সেই ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement
যেই ভিডিওতে দেখা গিয়েছে বাসের মধ্যে ভারতীয় দল বিন্দাস মুডে রয়েছে। গান চলছ রং বরসে। শুবমান গিল রিলস করছে দেখে নাচতে শুরু করেন বিরাট কোহলি। শুবমান গিলের সঙ্গে মজা করতেও দেখা যায় কোহলিকে। তা দেখা রোহিত শর্মা বেশ কয়েকবার বিরাট কোহলির দিকে আবীর ছঁুড়ে মারেন। নিজের আসন থেকে উঠে আনন্দে মাততে দেখা যায় শ্রেয়স আয়ারকেও। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘ভারতীয় দলের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা।’’ যেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
advertisement
#TeamIndia wishes you all a very Happy Holi 🙌🙌#HappyHoli pic.twitter.com/RdcVrNpfoB
— BCCI (@BCCI) March 7, 2023
ভিডিও ছাড়াও বিসিসিআইয়ের তরফ থেকে ভারতীয় দলের গোলি খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে ড্রেসিং রুমের বিতরের দৃশ্যও ধরা পড়ে। সবথেকে বেশি মজা করতে দেখা যায় সুূর্যকুমার যাদবকে। এছাড়া সকলে মিলে ফটো সেশনও করেন। ভারতীয় দলের শরীরী ভাষা বলে দিচ্ছিল চতুর্থ টেস্টের আগে বিন্দু মাত্র চাপ নেই টিম ইন্ডিয়ার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 11:03 PM IST