Heath Streak Passed Away: ১২ দিন আগের কথাটা এবার সত্যি হয়ে গেল, দুনিয়াকে আলবিদা করে চলে গেলেন হিথ স্ট্রিক

Last Updated:

Heath Streak Passed Away: এবারে কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী।

তবে এবারে কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী
তবে এবারে কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী
কলকাতা: ১২ দিনের আগে খবরটা মিথ্যা ছিল, আজ আর রইল না৷  জিম্বাবোয়ে ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক মারা গেলেন৷ মাত্র ৪৯ বছর বয়সে মারা গেছেন৷ হিথ স্ট্রিকের স্ত্রী নাদিন রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে হিথ স্ট্রিকের মারা যাওয়ার খবরটি দিয়েছেন।
কয়েক সপ্তাহ আগে, স্ট্রিকের মৃত্যুর খবর দিয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থ হেনরি ওলোঙ্গা৷ কিন্তু সেই সময় সেই খবরটি ভুল প্রমাণিত হয়েছিল ৷ হিথ স্ট্রিক নিজে জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন এবং ভাল আছেন৷
advertisement
advertisement
তিনি হেনরি ওলঙ্গার শেয়ার করা ট্যুইটেই উত্তর দিয়ে লিখেছিলেন  ‘পুরোপুরি বেঁচে আছি’, যাবতীয় গুজব উড়িয়ে নিজেই জানিয়ে দিলেন হিথ স্ট্রিক। তাঁর সেই বার্তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হেনরি ওলঙ্গা। স্ট্রিকের সঙ্গে কথাবার্তার যে স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন, তাতে স্ট্রিক লিখেছেন ‘‘আমি পুরোপুরি বেঁচে আছি। দয়া করে রান-আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নাও।’’
advertisement
তবে এবারে কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন,  “আজ সকালে, ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর রবিবার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার সুন্দর সন্তানদের বাবা চলে গেলেন৷  তাঁর বাড়ি থেকে দেবদূতেরা তাঁকে সঙ্গে  নিয়ে গেল৷ তিনি তাঁর শেষ দিনগুলি পরিবারের দ্বারা ঘিরে থাকতে চেয়েছিলেন। তাঁর পরিবার এবং নিকটতম প্রিয়জনের দ্বা তিনি প্রেম এবং শান্তিতে আচ্ছাদিত ছিলেন এবং তিনি এই জায়গা থেকে একা যাননি। আমাদের আত্মা অনন্তকাল স্ট্রিকির জন্য যুক্ত থাকবে. যতক্ষণ না আমি আবার তোমাকে ধরে রাখতে পারছি৷”
advertisement
হিথ স্ট্রিকের স্ত্রী-র আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট
জিম্বাবোয়ের প্রাক্তন জন রেনিও স্পোর্টস্টারকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন: “ম্যাটাবেলেল্যান্ডে তার খামার বাড়িতে ভোরবেলা তিনি মারা যান। তিনি তাঁর পরিবার এবং প্রিয়জনদের দ্বারা বেষ্টিত ছিলেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তাঁর শান্তিপূর্ণ মৃত্যু৷’’
স্ট্রিক দীর্ঘদিন ধরে লিভারের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন৷ জিম্বাবোয়ের যে ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে ছাপ ফেলেছিলেন  তিনি ছিলেন তাঁদের মধ্যে একজন৷ হিথ স্ট্রিক জিম্বাবোয়ের প্রতিনিধিত্ব করে ৬৫ টেস্ট, ১৮৯টি ওয়ানডেতে ৪৯৩৩ রান করেছেন এবং ৪৫৫ উইকেট নিয়েছিলেন।স্ট্রিক, এখন পর্যন্ত জিম্বাবোয়ের একমাত্র খেলোয়াড়, যাঁর ডাবল অর্থাৎ ১০০০ রান এবং ১০০ উইকেট রয়েছে পাশাপাশি এবং ওয়ানডেতে ২০০০ রান এবং ২০০ উইকেটও রয়েছে। তাঁর একাধিক রেকর্ড এখনও সারা বিশ্বের ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের মোটিভেট করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Heath Streak Passed Away: ১২ দিন আগের কথাটা এবার সত্যি হয়ে গেল, দুনিয়াকে আলবিদা করে চলে গেলেন হিথ স্ট্রিক
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement