বাংলার জয়জয়কার! কাতারে ফুটবল বিশ্বকাপে পাওয়া যাবে হরিণঘাটার মাংস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Haringhata Meat In Qatar World Cup 2022: বড় খবর। বাংলার এই পণ্য যাচ্ছে ফুটবল বিশ্বকাপে।
#হরিণঘাটা: হরিণঘাটার মাংস পাওয়া যাবে কাতার বিশ্বকাপে। যে কোনও বাঙালির এই খবর শোনার পর গর্বিত হওয়ারই কথা। বিশ্ব ফুটবলের আসরের মেনুতে এবার থাকছে বাংলার এই পণ্য।
এবার দেশের বাইরে যাচ্ছে হরিণঘাটার মাংস। বিদেশের মাটিতে পা রাখতে চলেছে রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন নিগম-এর এই প্রোডাক্ট। এগ্রিকালচার প্রোডিউসার এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির ছাড়পত্র মেলায় এবার রাজ্য থেকে বিদেশের মাটিতে পৌঁছে যাবে ছাগল ও ভেড়ার মাংস।
আরও পড়ুন- পাকিস্তান জেতায় ভারতের সেমিফাইনাল অঙ্ক কি কঠিন হয়ে গেল? জেনে নিন
এছাড়াও রাজ্যের প্রতিটি ব্লকে ফার্মাস প্রডিউসার কোম্পানি খোলা হচ্ছে। আর তাতেই মানুষের কর্মসংস্থান অনেকটাই এগিয়ে যাবে। বৃহস্পতিবার নদীয়ার হরিণঘাটায় এসে এই কথা বললেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ।
advertisement
advertisement
আরও পড়ুন- যাঁকে এতদিন খেলায়নি পাকিস্তান, তিনিই রাবাডাকে পিটিয়ে ছাতু করলেন
গ্রাম থেকে সরাসরি এবার মাংস রপ্তানি হবে বিদেশের মাটিতে। হরিণঘাটায় এসে তারই শুভ সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতিটি ব্লকে ফার্মাস প্রডিউসার কোম্পানি খোলা হলে আগামী দিনে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনই রাজ্য থেকে বিদেশের মাটিতে মাংস রপ্তানি হলে আগামী দিনে রাজ্যের সচ্ছলতা ও বাড়বে অনেকটাই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 6:36 PM IST