বিরাট কোহলি যা এতদিনে পারেননি,হার্দিক পান্ডিয়া সেটাই করে দেখালেন প্রথমবারে। এবারই প্রথম আইপিএল খেলল গুজরাট টাইটান্স। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন।
লিগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল গুজরাট। ফাইনালেও সঞ্জু স্যামসনের দলকে হারাল হার্দিক পান্ডিয়ার গুজরাট।
কোয়ালিফায়ার-১-এও রাজস্থানকে হারিয়েছিল গুজরাট। অর্থাত্ একই টুর্নামেন্টে রাজস্থানকে তিনবার হারাল গুজরাট টাইটান্স।
ফাইনালে হার্দিক পান্ডিয়ার দাপট বজায় ছিল। বল হাতে নিলেন তিন উইকেট। ব্যাট হাতে করলেন ৩০ বলে ৩৪ রান।
প্রথমে ব্যাট করে রাজস্থান ৯ উইকেটে ১৩০ রান তুলেছিল। ফাইনালের নিরিখে যা খুবই কম বলে মনে করেছিলেন অনেকে। ১১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দিল গুজরাট।
এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৪ হাজার দর্শক বসে খেলা দেখল। ছিলেন বলিউডের নামজাদা তারকারা।
শুভমান গিল (৪৫) ও ডেভিড মিলার (৩২) এদিন গুজরাটকে জয়ের দ্বোরগোড়ায় নিয়ে যান। প্রথমবারেই চ্যাম্পিয়ন গুজরাট।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।