হার্দিকের মহানুভবতা, সিরিজ সেরার পুরস্কার দিয়ে দিলেন নটরাজনকে

Last Updated:

সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল প্রমাণ করেছিল অস্ত্রোপচার করে ফিরে আসার পর স্বপ্নের ছন্দে রয়েছেন তিনি।

# সিডনি: হোয়াইটওয়াশ হয়নি। সিরিজ জিতলেও অস্ট্রেলিয়াকে দুমড়ে দিতে পারেনি ভারত। তবে যে মাঠে একদিনের সিরিজ হারাতে হয়েছিল,সেই মাঠেই টি টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি নিল টিম ইন্ডিয়া।
সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল প্রমাণ করেছিল অস্ত্রোপচার করে ফিরে আসার পর স্বপ্নের ছন্দে রয়েছেন তিনি। আর অস্ট্রেলিয়ায় একদিনের ম্যাচ হোক বা টি টোয়েন্টি-পান্ডিয়া ঝড় অব্যাহত ছিল। আজ জাম্পার বলে আউট না হয়ে গেলে নিশ্চিত ভাবেই ৩-০ করে ফিরতেন। কিন্তু পান্ডিয়ার মহানুভবতা প্রশংসা করার মতো। নিজের পাওয়া পুরস্কার তুলে দিলেন নটরাজনের হাতে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় হার্দিক লিখেছেন, 'নটরাজন, অভিষেক সিরিজে তুমি দুর্দান্ত। কঠিন পরিস্থিতিতে তোমার পারফরম্যান্স দেখিয়ে দিল তোমার প্রতিভা এবং পরিশ্রম। এই পুরস্কার তোমার প্রাপ্য ভাই৷'
advertisement
advertisement
এই সিরিজে দুই দল মিলিয়ে নটরাজন সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন (৬ টি)। ইকোনমি রেট ৬.৯ প্রশংসা করার মতো। জীবনের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজে এইরকম পরিসংখ্যান নজর কাড়ার মতো। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নজরকাড়ার পর তাঁকে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সবকিছু বদলে দিল বরুণ চক্রবর্তীর চোট। বরুণ ছিটকে গেলে নটরাজনকে টি টোয়েন্টি দলে নেওয়ার কথা ঘোষণা করা হয়। পরে সাইনি পিঠের ব্যথায় ছিটকে গেলে একদিনের সিরিজেও সুযোগ পান তামিলনাড়ুর পেসার। তাঁর উত্থান স্বপ্নের থেকে কম নয়। দলের সিনিয়র ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার এই ব্যবহারে তিনি মুগ্ধ। এই সফর তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে, মনে করেন তিনি।
advertisement
Rohan Roy Chowdhury
বাংলা খবর/ খবর/খেলা/
হার্দিকের মহানুভবতা, সিরিজ সেরার পুরস্কার দিয়ে দিলেন নটরাজনকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement