IND vs AUS: হার্দিক, কুলদীপের দুরন্ত বোলিং, চেন্নাইতে তাও চ্যালেঞ্জিং টোটাল অস্ট্রেলিয়ার
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
চেন্নাই: আজ ভারতের বাঁচা মরার লড়াই। সম্মানের লড়াই। বিশাখাপত্তনমে লজ্জাজনক পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লড়াই। ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি। সূর্যকুমার যাদবকে দলে রেখেই প্রথম একাদশ তৈরি করেছে ভারত। রোহিত শর্মা টসের সময় জানিয়ে দিয়েছিলেন তিনি পরিবর্তন করেননি। ব্যর্থ হলেই পরিবর্তন করতে হবে এমন ভাবার কারণ নেই।
প্রথম ৬ ওভারে কোনও উইকেট তুলতে পারল না ভারত। মার্শ অপরাজিত ২৮ রানে, হেড অপরাজিত ১২ রানে। ভারতীয় পেসারদের অত্যন্ত সহজেই খেলছিলেন এই দুজন। ট্রেভিস হেডকে আউট করলেন হার্দিক পাণ্ড্য। ৬৮ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৩৩ রান করে আউট হেড। দ্বিতীয় উইকেট হার্দিকের। অস্ট্রেলিয়ার অধিনায়ককে ফেরালেন ভারতীয় অলরাউন্ডার।
আরও পড়ুন - আইপিএলে বাংলার ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার! দিল্লির জার্সিতে আগুন ঝরাতে চান মুকেশ
কোনও রানই পাননি স্মিথ। হার্দিকের বলে বোল্ড মার্শ। অস্ট্রেলিয়ার ওপেনার ৪৭ রানে আউট। তিনটি উইকেটই নিলেন হার্দিক। ওয়ার্নারকে ফেরালেন কুলদীপ যাদব। ক্যাচ নিলেন হার্দিক পাণ্ড্য। অস্ট্রেলিয়ার প্রথম তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। চতুর্থ উইকেটটিতেও নাম রইল হার্দিকের।
advertisement
advertisement
3RD ODI. WICKET! 48.6: Mitchell Starc 10(11) ct Ravindra Jadeja b Mohammed Siraj, Australia 269 all out https://t.co/Be8688CLXC #INDvAUS @mastercardindia
— BCCI (@BCCI) March 22, 2023
অক্ষর পটেলের বলে আউট হলেন মার্কাস স্টোইনিস। কুলদীপের স্পিন বুঝতে পারলেন না অ্যালেক্স ক্যারি। বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হলেন তিনি। এদিন কুলদীপ এবং হার্দিক মূলত এই দুজন বুদ্ধিদীপ্ত বল করলেন। গতির তারতম্য ঘটালেন। হাওয়ায় পরাস্ত করলেন ব্যাটসম্যানদের।
advertisement
অ্যাশটন আগর এবং অ্যাবট শেষ দিকে কিছু রান তোলার চেষ্টা করলেন। কিন্তু সেভাবে সফল হলেন না। আসলে আজ ভারতের বোলাররা একদম জায়গা দেননি অজী ব্যাটসম্যানদের। কুলদীপের ঘূর্ণি বুঝতেও পারছিলেন না তারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 5:41 PM IST