২০০১-এর সিরিজে ডুবে হরভজন, জানালেন তাঁর কেরিয়ারের ওটাই ‘ডু অর ডাই’ সিরিজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ইডেনে দুরন্ত হ্যাটট্রিক করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন হরভজন সিং ৷
#কলকাতা: ২০০১ সালের ইডেনে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ৷ ওই টেস্টকে আজ পর্যন্ত ভুলতে পারেনি কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমী ৷ কোনওদিন ভোলার মতো নয়ও ৷ লকডাউনের মধ্যে ফের পুরোনা স্মৃতি উসকে ওই টেস্টের অন্যতম নায়ক হরভজন সিং বললেন, ইডেনের ওই টেস্টের পাশাপাশি গোটা সিরিজটাই ছিল তাঁর কেরিয়ারের ‘ডু অর ডাই’ সিচ্যুয়েশন ৷
হরভজন জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না ৷ পঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে রঞ্জিতেও সুযোগ পাচ্ছিলেন না ৷ তাঁর বাবাও সেইসময় প্রয়াত হয়েছিলেন ৷ তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজে সুযোগ পেয়েই সেটা কাজে লাগাতে চেয়েছিলেন হরভজন ৷ তাঁর কাছে ওই সিরিজের প্রতিটা ম্যাচই ছিল, ‘করো ইয়া মরো’-র মতো ৷ সেই সময় ভারতীয় দলের সিনিয়রদের এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ যে চেন্নাইয়ের শিবিরের পর তাঁকে দলে নেওয়ার জন্য ৷
advertisement
advertisement
ফলো অন করা কোনও টিম ম্যাচ জিতেছে, এমন নজির খুব কমই রয়েছে টেস্ট ম্যাচের ইতিহাসে ৷ ইডেনের ওই ম্যাচ তাই অত্যন্ত স্পেশ্যাল ভারতীয় দলের কাছে ৷ ওই ভাবেও যে ম্যাচে ফিরে আসা যায়, সেটা ইডেনের ওই ম্যাচেই প্রমাণ করেছিল সৌরভের ভারত ৷ সেই ম্যাচে লক্ষ্মণের অমর ইনিংস ২৮১-এর পাশাপাশি হ্যাটট্রিকও করেছিলেন হরভজন সিং ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2020 8:56 AM IST

