দিল্লি : সন্তানসম্ভবা স্ত্রী গীতা বসরাকে (Geeta Basra) চমক হরভজন সিংয়ের (Harbhajan Singh) ৷ গীতার জন্য তিনি আয়োজন করেছিলেন ভার্চুয়াল বেবি শাওয়ারের ৷ সেই অনুষ্ঠানে নেটমাধ্যমেই গীতাকে শুভেচ্ছা জানালেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা তাঁর বান্ধবীরা ৷ সামাজিক মাধ্যমে গীতা পোস্টও করেছেন সেই অনুষ্ঠানের কথা ৷
অভিনেত্রীর কথায়, ‘‘আমার বান্ধবীরা সবথেকে সেরা ৷ কী সুন্দর এবং মিষ্টি বেবি শাওয়ারের অভিজ্ঞতা হল ৷ আমার এখন একে অন্যকে দেখতে পারছি না ৷ কাছে যেতে পারছি না ৷ কত বিশেষ আনন্দ-উদযাপন আমরা মিস করলাম ৷ এরকম এক মুহূর্তে তোমাদের সঙ্গ আমাকে খুব আনন্দ দিয়েছে৷’’
শারীরিক দূরত্ব থাকলেও ডিজিটাল প্রযুক্তি মানসিক দূরত্বকে কিছুটা হলেও লাঘব করেছে ৷ তাই গীতা ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে ৷ বান্ধবীদের এবং স্বামীর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ৷ গীতা যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পুরো ঘর সাজানো হয়েছে নীল আর গোলাপি বেলুন দিয়ে ৷ তা সামনে গীতা দাঁড়িয়ে আছেন ঢিলেঢালা নীল পোশাক পরে ৷
অভিনেত্রী মডেল গীতাকে ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন ৷ পরের বছর জন্ম হয় তাঁদের মেয়ে হীনায়ার ৷ চলতি বছর মার্চে গীতা জানান, তিনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ জুলাই মাসে ভূমিষ্ঠ হবে তাঁর এবং ভাজ্জির দ্বিতীয় সন্তান ৷
২০০৬ সালে গীতার প্রথম ছবি ‘দিল দিয়া হ্যায়’ মুক্তি পায় ৷ এর পর তিনি নজর কাড়েন ‘দ্য ট্রেন’ এবং ‘জিলা গাজিয়াবাদ’ ছবিতে ৷ পঞ্জাবি ছবি ‘লক’-এ তাঁকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে ৷
অন্যদিকে অফস্পিনার হরভজন সিং সম্প্রতি জড়িয়ে পড়েছিলেন বিতর্কে ৷ গত ৬ জুন, অপারেশন ব্লু স্টার অভিযানের ৩৭ তম বর্ষপূর্তিতে তিনি ইনস্টাগ্রামে খালিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রনওয়ালের ছবি পোস্ট করেছিলেন ‘শহিদ’ তকমা দিয়ে ৷ তার পর তিনি নেটিজেনদের কাছে তীব্র সমালোচিত হন ৷
পরে হরভজন ওই পোস্টের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন এবং দুঃখপ্রকাশ করেন ৷ বলেন, তিনি অর্থ না বুঝেই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড পোস্ট করেছিলেন ৷ ভারতবিরোধী কোনও ভাবনা যে তিনি বরদাস্ত করেন না, সে কথাও ওই পোস্টে জানান তিনি ৷
আপাতত বিতর্ক থেকে দূরে নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য দিন গুনছেন হরভজন ও গীতা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baby shower, Geeta Basra, Harbhajan Singh