ভাজ্জি-গীতার সাতপাক
Last Updated:
আট বছরের দীর্ঘ প্রেমের ইনিংসের পর অবশেষে সংসারের বাইশ গজে পা রাখল হরভজন-গীতা পার্টনারশিপ। বৃহস্পতিবার জলন্ধরে সাত পাকে বাঁধা পড়লেন হরভজন সিং এবং গীতা বসরা। আরও একবার বৈবাহিক সূত্রে আবদ্ধ হল ক্রিকেট এবং বলিউড।
#জলন্ধর: আট বছরের দীর্ঘ প্রেমের ইনিংসের পর অবশেষে সংসারের বাইশ গজে পা রাখল হরভজন-গীতা পার্টনারশিপ। বৃহস্পতিবার জলন্ধরে সাত পাকে বাঁধা পড়লেন হরভজন সিং এবং গীতা বসরা। আরও একবার বৈবাহিক সূত্রে আবদ্ধ হল ক্রিকেট এবং বলিউড।
২০০৭-এ কোনও এক অনুষ্ঠানে মডেল অভিনেত্রী গীতা বসরার সঙ্গে পরিচয় হয় জাতীয় দলের এই স্পিনারের। সেই শুরু ভাজ্জি আর গীতার সম্পর্কের। বৃহস্পতিবার সকালে গুরুদ্বারে চিরাচরিত পঞ্জাবি প্রথা মেনেই হয় আনন্দ কারা, তারপর বিয়ে। এর আগে গত পাঁচদিন ধরে বিয়ে উপলক্ষে জলন্ধরে চলেছে জমকালো বিয়ের অনুষ্ঠান। বিয়ের রাজকীয় ব্যবস্থার পাশাপাশি অতিথি তালিকাও ছিল চোখ ধাঁধানো। সঙ্গীত আর মেহেন্দি অনুষ্ঠানে শরিক হয়েছিলেন মিকা, গুরদাস মান, বৈভবী মার্চেন্ট, পার্থিব প্যাটেল, আর পি সিং-রা। নাচে, গানে অতিথিদের সঙ্গে মেতে উঠেছিলেন হবু বর-কনেও। বিয়েতে একদিকে ডিজাইনার অর্চনা কোচারের সাজে গীতা বসরা। অন্যদিকে, লাল পাগড়ির সঙ্গে অফ-হোয়াইট আচকনে দুরন্ত ভাজ্জি। বরবেশে হরভজন তাঁর সিগনেচার ভাংরা নাচতে ভোলেননি আর ফটোশুটে দাঁড়াতেই গীতার সামনে রোমিও মতো মেলে ধরলেন নিজেকে। বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন হরভজনের প্রিয় ‘পাজি’ সচিন তেন্ডুলকর। এছাড়াও ছিলেন ভাজ্জির আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানি। ১ নভেম্বর তাজ হোটেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন যুবরাজ সিং, বিরাট-অনুষ্কা জুটি, কপিল দেব, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার-সহ ভারতীয় ক্রিকেট ও বলিউডের বহু নক্ষত্ররা। জাঁকজমকের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন হরভজন-গীতা ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2015 4:53 PM IST