‘দাদাগিরি’ চলতেই থাকুক...সৌরভকে জন্মদিনে বাংলায় শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের
Last Updated:
‘দাদা’র জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও।
#ব্রিস্টল: বীরেন্দ্র সেহওয়াগের আরেক নাম যেমন ‘নজফগড়ের নবাব’ ৷ তেমনি ট্যুইটারের যদি কেউ ‘বাদশা’ থেকে থাকেন, তাহলে সেটা অবশ্যই হলেন বীরু ৷ ট্যুইটারের মাধ্যমেই তাঁর রসবোধ ফুটে ওঠে বারবার ৷ তাঁর প্রতিটা ট্যুইটই যেন ভাইরাল ৷ জন্মদিনের শুভেচ্ছা জানানোরও তাঁর একটা আলাদা ‘স্টাইল’ রয়েছে ৷ নিজের প্রিয় মানুষজনদের নিজের মতো করেই ট্যুইটারে বার্থ ডে উইশ করে থাকেন বীরু ৷ ‘দাদা’র জন্মদিনেও তা বাদ যায়নি ৷ চারটে ছবি দিয়ে তার প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখা করেন সেহওয়াগ ৷
Step 1-Wake up, blink your eyes twice & dance down the track Step 2-Smash the bowler & at times even spectators(no violence intended) Step 3-Swing not only the ball but also ur hair,bowl ur heart out Step 4-Celebrate like no one’s watching To a wonderful man, #HappyBirthdayDada pic.twitter.com/ytk8zaGTcy
— Virender Sehwag (@virendersehwag) July 8, 2018
advertisement
পিছিয়ে ছিলেন না সচিন তেন্ডুলকরও ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘বার্থ ডে’ উইশ করলেন পরিষ্কার বাংলায় লিখে ! প্রিয় ‘দাদা’-র উদ্দেশ্যে সচিন লেখেন, ‘‘ দাদা, আপনার জন্মদিন সুখ আর ভালবাসায় ভরে উঠুক।’’ সচিনের বাংলা প্রীতি অবশ্য নতুন নয় ৷ মহারাজের সঙ্গে ব্যাট করার সময়ও মাঝেমধ্যেই তাঁর সঙ্গে বাংলায় কথা বলতেন মাস্টার ব্লাস্টার বলে শোনা যায় ৷ এবার ‘দাদা’-র জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলাতে লিখেই ৷
advertisement
advertisement
দাদা - আপনার জন্মদিন সুখ আর ভালোবাসায় ভরে উঠুক ।। Wish you a year full of দাদাগিরি, @SGanguly99
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2018 10:52 AM IST