তিন দশক পর ফের ‘হ্যান্ড অব গড’

Last Updated:

২২ জুন, ১৯৮৬, দিয়েগো মারাদোনা ৷ ১৩ জুন, ২০১৬ , রাউল রুইদিয়াজ ৷ তিন দশক পর বিশ্ব ফুটবলে ফের ভগবানের হাত।

#ম্যাসাচুসেটস :   দিয়েগো বদলে দিয়াজ। তিরিশ বছর পর বিশ্ব ফুটবলের মঞ্চে আবার ফিরে এল ‘হ্যান্ড অব গড’। শতবর্ষের কোপা স্মৃতি ফেরাল ১৯৮৬-র মেক্সিকো বিশ্বকাপের। সেদিন ইংল্যান্ড আর এদিন ব্রাজিলের বিদায়ে শুরু হয় বিতর্কের এক নতুন অধ্যায়।
২২ জুন, ১৯৮৬, দিয়েগো মারাদোনা ৷ ১৩ জুন, ২০১৬ , রাউল রুইদিয়াজ ৷ তিন দশক পর বিশ্ব ফুটবলে ফের ভগবানের হাত। সেদিনের দিয়েগো বদলে এদিনের দিয়াজে। কাকতালীয়ভাবে দুটি ঘটনাই ঘটল জুন মাসে ৷ সেদিন একজন নায়ক ছিলেন, আর এদিন এক অখ্যাত, ‘বিখ্যাত’ হওয়ার তকমা পেলেন। সেদিন ইংরেজরা হা-হুতাশ করেছিলেন। আর এদিন ব্রাজিলীয়দের চোখে এল  জল। এই পার্থক্যে একটাই কমন, তা হল বিতর্ক।
advertisement
তিরিশ বছর আগে প্রযুক্তি ছিল না তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে। কিন্তু তিন দশক পর আধুনিক প্রযুক্তির ঠাসবুনোট নিয়েই মাঠে নেমেছিলেন উরুগুয়ের রেফারি আন্দ্রে কুনহা। তবুও, সোমবারের জিলেট স্টেডিয়াম থেকে বিতর্কের একটা নতুন অধ্যায় শুরু হল। তিরিশ বছর আগের গোলদাতা আজও বিখ্যাত। তাঁর সেই গোলের পরিচয় আজ শতাব্দীর সেরা গোল হিসেবে। কিন্তু তিরিশ বছর পর কি কেউ মনে রাখবেন রুইদিয়াজকে ? জানা নেই। বাস্তব এটাই, তাঁর হাতেই কোপায় এবছরের মতো বিদায় ঘটল ব্রাজিলের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
তিন দশক পর ফের ‘হ্যান্ড অব গড’
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement