প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে বিদেশের ক্লাবে অধিনায়ক ! ইতিহাস গুরপ্রীতের
Last Updated:
দু’বছর আগেই এদেশ ছেড়ে নরওয়ে পাড়ি দিয়েছিলেন গুরপ্রীত ৷ সেখানকার প্রিমিয়ার ডিভিশন ক্লাবে সুযোগ পেলেও প্রথমদিকে বেশিরভাগ সময়টাই তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হত ৷ কারণ প্রথম দলে সুযোগ পাওয়াটা সত্যি কঠিন ছিল ৷ কিন্তু ধৈর্য্যের ফল বছর ঘুরতে না ঘুরতেই পেয়েছিলেন তিনি ৷ এখন গুরপ্রীতই স্তেবাক ক্লাবের এক নম্বর গোলকিপার এবং অধিনায়কও ৷
#অসলো: দু’বছর আগেই এদেশ ছেড়ে নরওয়ে পাড়ি দিয়েছিলেন গুরপ্রীত ৷ সেখানকার প্রিমিয়ার ডিভিশন ক্লাবে সুযোগ পেলেও প্রথমদিকে বেশিরভাগ সময়টাই তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হত ৷ কারণ প্রথম দলে সুযোগ পাওয়াটা সত্যি কঠিন ছিল ৷ কিন্তু ধৈর্য্যের ফল বছর ঘুরতে না ঘুরতেই পেয়েছিলেন তিনি ৷ এখন গুরপ্রীতই স্তেবাক ক্লাবের এক নম্বর গোলকিপার এবং অধিনায়কও ৷ নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি গুরপ্রীত ৷ এটাই যে তাঁর কেরিয়ারের এখনও পর্যন্ত সেরা অ্যাচিভমেন্ট তা একবাক্যে মেনে নিয়েছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তনী ৷ পাশাপাশি নরওয়ের ক্লাবে যে তাঁর দায়িত্বও বেড়ে গিয়েছে, সেকথাও জানাতে ভোলেননি গুরপ্রীত ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2016 9:45 AM IST