GT vs CSK: ঋতুরাজের রাজকীয় ইনিংস সত্ত্বেও চেন্নাইকে লাগাম ছাড়া হতে দিল না গুজরাত টাইটানস
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
আহমেদাবাদ: টস জিতে যখন বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, তখন মনে হয়েছিল নির্দিষ্ট একটা কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু এদিন শুরু থেকেই চেন্নাই সুপার কিংস দুর্দান্ত শুরু করল। কনওয়ে (১) শামির বলে বোল্ড হয়ে গেলেও মইন আলি এবং ঋতুরাজ দুর্দান্ত এগোতে থাকলেন। মইন (২৩) রশিদ খানের বলে ফিরে গেলেন ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে। এরপর দেখার ছিল বেন স্টোকস (৭) কতটা সফল হতে পারেন।
ফিরিয়ে দিলেন রশিদ। ক্যাচ ধরলেন সেই ঋদ্ধিমান। কিন্তু ঋতুরাজ দুর্দান্ত খেলা চালিয়ে গেলেন। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেললেন। আলজারি
জোসেফকে এক ওভারে তিনটে ছক্কা হাঁকান। প্রথম থেকেই তার ব্যাটিং ছিল মন্ত্রমুগ্ধ করে রাখার মতো। ঋতুরাজের রাজকীয় ব্যাটিংয়ে ১১ ওভারেই ১০০ তুলে নিল চেন্নাই।
advertisement
Match 1. 19.4: Josh Little to MS Dhoni 4 runs, Chennai Super Kings 177/7 https://t.co/61QLtsnj3J #TATAIPL #GTvCSK #IPL2023
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
advertisement
সত্যি কথা বলতে এদিন ঋতুরাজকে থামানোর মত বোলার খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাইডু (১২) ফিরে গেলেন। এলেন শিবম দুবে। কিন্তু তিনি একেবারেই টাইমিং করতে পারছিলেন না। চেন্নাইয়ের রান তোলার গতি অনেকটা কমে গেল। জোসেফ ফিরিয়ে দিলেন ঋতুরাজকে। হাই ফুল টসে ৯২ করে শুভমনের হাতে ধরা পড়লেন তিনি। রবীন্দ্র জাদেজা ফিরে গেলেন এক রান করে। ৮ নম্বরে নামলেন ধোনি। দুবে আউট হলেন ১৯ করে। শেষদিকে ধোনি একটি ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি মারলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 9:35 PM IST