ইডেনেই হোঁচট খেল নাইটদের অশ্বমেধের ঘোড়া

Last Updated:

কলকাতা নাইট রাইডার্স :১৫৮/ ৪ ( ২০ ওভার) গুজরাত লায়ন্স ১৬৪/ ৫ ( ১৮ ওভার) ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী গুজরাত লায়ন্স

কলকাতা নাইট রাইডার্স :১৫৮/ ৪ ( ২০ ওভার)

গুজরাত লায়ন্স ১৬৪/ ৫ ( ১৮ ওভার)

১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী গুজরাত লায়ন্স

advertisement
# কলকাতা:  টানা ম্যাচ জিততে জিততে আচমকা হার কোনও দলেরই ভালো লাগে না ৷ কিন্তু এটাই আইপিএলের মতো টুর্নামেন্টে নিত্য সত্য ৷ যেখানে সাপ-সিঁড়ির খেলা চলতেই থাকে ৷ গত বেশ কয়েকটি ম্যাচ জিতে লিগ টেবলে একেবারে সবার শীর্ষে পৌঁছে গিয়েছিল কেকেআর ৷ কিন্তু রবিবার ঘরের মাঠেই গুজরাত লায়ন্সের বিরুদ্ধে হার হজম করে ফের নিজেদের অস্বস্তি বাড়ালেন গম্ভীররা ৷ প্লে অফে উঠতে নাইটদের দরকার আর মাত্র দু’টো জয় ৷ ঘরের মাঠেই বাকি তিনটি ম্যাচ খেলবে তাঁরা ৷ তবে রবিবারের পুনরাবৃত্তি পরের কোনও ম্যাচে হলেই প্লে অফ যে ফের অনিশ্চিত হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না ৷
advertisement
Ch9CXf0VEAAFs9J
গম্ভীররা নিজেদের খেলায় এদিন হতাশ ৷  আগের দিন সবুজ উইকেট নিয়ে মোটেই খুশি ছিলেন না অধিকাংশ কেকেআর ব্যাটসম্যানই ৷ কিন্তু এটা যে ১৮০ রানের উইকেট ছিল, সেটা মেনে নিয়েছেন ক্রিকেটাররা ৷ অ্যান্দ্রে রাসেল বলেই ফেললেন, ‘‘ যা রান হয়েছে তা একেবারেই যথেষ্ট ছিল না ৷ এটা তো ১৮০ তোলার উইকেট। পরের ম্যাচে এ রকম রানই তুলতে হবে।” সাংবাদিক সম্মেলনে এসে পীযূষ চাওলাও বলে গেলেন, “উইকেট ভালোই ছিল। তবে ফ্রেশ উইকেট লাগছিল। ওদের বোলাররা এই সুবিধেটা কাজে লাগাল।” অধিনায়ক গৌতম গম্ভীরের মতে, “আরও বুদ্ধি করে ব্যাটিং করা উচিৎ ছিল আমাদের। শুরুর দিকে পরপর উইকেট পড়ে যাওয়াতেই গোলমাল হয়ে গেল।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনেই হোঁচট খেল নাইটদের অশ্বমেধের ঘোড়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement