আশঙ্কা কিছুটা সত্যি হল। মঙ্গলবার কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। বেলা বাড়তে কলকাতার আকাশের মুখ ভার।
জানা গিয়েছে, ৪০ জন মাঠকর্মী একযোগে কাজ করছেন ইডেনে। বিকেলে বা সন্ধের দিকে আর বৃষ্টি না হলে চিন্তার কিছু নেই।
আর বৃষ্টি না হলে নির্দিষ্ট সময়ে খেলা শুরু হবে জানালেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
আজ ইডেনে ম্যাচ ডে। আর আজই কি না বেলা বাড়তে কলকাতার আকাশের মুখ ভার। কয়েক পশলা বৃষ্টিও হল বেলার দিকে।
বেলার দিকে বৃষ্টি নামতেই ইডেনের মাঠ ঢেকে ফেলা হল কভারে। বৃষ্টি বাড়তেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছিল সিএবি কর্তাদের কপালে।
ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, আর বৃষ্টি না হলে আজ গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হবে।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।