#ক্যালিফোর্নিয়া: ক্রিকেট বলতে অজ্ঞান গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই৷ মঙ্গলবার ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন পিচাই৷ পাশাপাশি অস্ট্রেলিয়ার খেলারও তারিফ করলেন তিনি৷ ট্যুইট বার্তায় পিচাই লিখলেন, "অন্যতম সেরা টেস্ট সিরিজ জয় এটা৷ শুভেচ্ছা ইন্ডিয়া, দারুণ খেলেছে অস্ট্রেলিয়া৷ কী অসাধারণ একটা সিরিজ৷"
One of the greatest test series wins ever. Congrats India and well played Australia, what a series #INDvsAUS
— Sundar Pichai (@sundarpichai) January 19, 2021
শুধু পিচাই নন, গোটা বিশ্ব তারিফ করেছে ভারতের এই হার না মানা মনোভাবের৷ এই জয়ের কথা ভাবলে এখনও ফ্যানেদের গায়ে কাঁটা দিচ্ছে৷ ব্রিসবেনে অবিশ্বাস্য জয় রূপকথার থেকে কোনও অংশে কম নয়৷
চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ জিতে ভারত বর্ডার - গাভাসকার ট্রফি শুধু ধরেই রাখল না, শুভমান গিল থেকে ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ থেকে শার্দুল ঠাকুরের মতো তরুণরা প্রত্যেকে নিজেদের প্রমাণ করলেন। বার্তা দিলেন যে, ভবিষ্যতে তাঁরাই দেশের হয়ে বাইশ গজ শাসন করবেন৷
চোট আঘাতে দলের একাধিক সিনিয়র ক্রিকেটারকে পায়নি ভারত৷ দেখতে গেলে মিনি হাসপাতাল হয়ে গিয়েছিল দলটা৷ তাসত্বেও, এই সিরিজ জয় নতুন ভারতের জয় গান ছাড়া আর কিছুই নয়।
দু বছর আগেও অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল ভারত। কিন্তু সেই জয়ের থেকে সবদিক থেকে বিচার করলে এই জয় বেশি কৃতিত্বের। ভারত প্রমাণ করে দিল যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট জিতে আসার ক্ষমতা রাখে তারা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google, Sundar Pichai