Indian football: ফুটবলের জন্য সুখবর! সুনীলদের এশিয়ান গেমসে অংশগ্রহণ মোটামুটি পাকা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
শোনা যাচ্ছে ভারতের পুরুষ এবং মহিলা ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য শীঘ্রই সবুজ সংকেত দেওয়া হবে
দিল্লি: প্রচুর মন খারাপ ছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের। গত চার মাসে তিনটি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পরেও এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে খেলতে দেওয়া হবে না এমন সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম আটে থাকতে পারলে তবেই নাকি মিলবে এশিয়ান গেমস খেলার সুযোগ। কিন্তু সেটা হয়নি।
এশিয়াতে ভারতের অবস্থান ১৮। দুদিন আগে ফিফা তালিকায় ভারত ৯৯ নম্বর জায়গায় উঠে পড়েছে। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বাংলার কল্যাণ চৌবে ভেতরে ভেতর চেষ্টা করছিলেন যাতে ফুটবল দলকে কিছু করে এশিয়ান গেমসে পাঠানো যেতে পারে। ফুটবল দলকে নাকি বাধা দেন প্রাক্তন তারকা পিটি ঊষা। তার ইগোর মাঝে পড়ে সমস্যা হচ্ছিল সুনীলদের।
advertisement
🚨Sunil Chhetri, Sandesh Jhingan and Gurpreet Singh Sandhu will be travelling for the Asian Games as three over aged players are allowed, subject to sports ministry decision on sending the team. #indianFootball pic.twitter.com/kbFCcPwpHL
— Indian Football Index (@xIndianFootball) July 22, 2023
advertisement
advertisement
ভারতের কোচ সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে সোশ্যাল মিডিয়ায় চিঠি লিখেছিলেন। অনুরোধ করেছিলেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে। কথা দিয়েছিলেন তাদের এশিয়ান গেমসে পাঠানো হলে নিরাশ করবে না ছেলেরা। দেশের কথা ভেবে প্রত্যেকের নিজেদের উজাড় করে দেবে।
শোনা যাচ্ছে ভারতের পুরুষ এবং মহিলা ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য শীঘ্রই সবুজ সংকেত দেওয়া হবে। ফুটবল প্রেমীদের কাছে এর থেকে বড় খবর হয় না। আসলে ভারত পরের বছর এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে একটা অ্যাসিড টেস্ট। সেটা যদি তাদের কাছে চিনের মাটিতে এশিয়ান গেমস হয় তার থেকে ভালো কি হতে পারে?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 10:43 AM IST