‘‘ আমার আর দেশের জন্য রিও থেকে পদক জিতে এসো নরসিং ’’

Last Updated:

আজ অন্তত সব শত্রুতা ভুলে নরসিংয়ের পাশে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছেন সুশীল ৷

#নয়াদিল্লি: দেশের তারকা কুস্তিগির সুশীল কুমারের বদলে রিও অলিম্পিকে কোয়ালিফাই করেছিলেন নরসিং যাদব ৷ তবে থেকেই বিতর্কের শুরু ৷ সুশীল না নরসিং  ? কে যাবেন রিও ? এই বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত ৷ সেখানে শেষপর্যন্ত জয় হয় নরসিংয়ের ৷ কিন্তু সবকিছু যখন ঠিকঠাক চলছিল ৷ হঠাৎই নরসিংয়ের জীবনে শনির কালো ছায়া নেমে আসে ৷ ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে অলিম্পিকে যাওয়াই অনিশ্চিত হয়ে দাঁড়ায় তাঁর ৷ কিন্তু শেষপর্যন্ত সব বিতর্কের অবসান ৷ রিও যাওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও নরসিং যে বেকসুর, সেব্যাপারে ক্লিনচিট সোমবার দিয়ে দিয়েছে নাডা ৷ আর তাতেই খুশির জোয়ার এখন সর্বত্র ৷ নরসিংয়ের শুভকামনা করেছেন সুশীলও ৷
রিও যাওয়ার রাস্তা পরিষ্কার হতেই নরসিংয়ের পাশে দাঁড়ালেন সুশীল। আগেও নরসিং-র পাশে থাকার কথা জানিয়েছিলেন তিনি। এবার বলেন, ‘‘আমি এই খবরে খুব খুশি। আমার সমর্থন আগেও ছিল এখনও আছে আর আগামী দিনেও থাকবে। অলিম্পিকে যাও আমার আর দেশের জন্য পদক জিতে এসো।’’
advertisement
advertisement
৭৪ কেজি বিভাগে জিতেই যোগ্যতা অর্জন করেছিলেন নরসিং। সুশীল চোটের জন্য বাইরে থাকায় লড়াইয়ে নামতে পারেনি। কিন্তু পরে তিনি দাবি করতে থাকেন আবার দু’জনের মধ্যে ট্রায়াল হোক। কিন্তু তাঁর সেই আবদার মানেনি ফেডারেশন। শেষপর্যন্ত তিনি আদালতেও যান। সেখানেও তাঁকে হারের মুখ দেখতে হয়। কিন্তু আজ অন্তত সব শত্রুতা ভুলে নরসিংয়ের পাশে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছেন সুশীল ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ আমার আর দেশের জন্য রিও থেকে পদক জিতে এসো নরসিং ’’
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement