দাম পেল না রশিদের দুরন্ত লড়াই, চার রানে জিতে বিশ্বকাপে টিকে থাকল অস্ট্রেলিয়া
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Glenn Maxwell along with Adam Zampa helps Australia beat Afghanistan to keep semi final hope alive. ব্যাটে ম্যাক্সওয়েল, বলে জাম্পা! বিশ্বকাপে আপাতত বেঁচে রইল অস্ট্রেলিয়া
#অ্যাডিলেড: গতবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার পক্ষে সমীকরণ বেশ জটিল ছিল সেটা জানা কথা। আজ আফগানদের বিরুদ্ধে শুধু জিতলেই হত না। বিভিন্ন অঙ্কের ওপর নির্ভর করতে হত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের 'সুপার ১২'-র ‘গ্রুপ ১’-র শীর্ষে আছে নিউজিল্যান্ড। পয়েন্টের নিরিখে ধরতে পারলেও নেট রানরেটের নিরিখে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পক্ষে নিউজিল্যান্ডকে ছোঁয়া কার্যত অসম্ভব।
তাই শুক্রবার যখন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৬৮ রান তুলল, তখন তাদের কমপক্ষে আফগানিস্তানকে ১০৬ রানের মধ্যে অলআউট করতে হত। তবেই নিজেদের রান রেট ইংল্যান্ডের থেকে সুবিধা জনক জায়গায় রাখতে পারত তারা। আজ অস্ট্রেলিয়া দলে ছিল না ফিঞ্চ এবং বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বিশেষত স্টার্ক না থাকাটা অস্ট্রেলিয়ান দলের পক্ষে ছিল বড় ধাক্কা।
advertisement
প্যাট কামিন্স, হাজেলউড ভাল বোলার। কিন্তু উইকেট তোলার ক্ষেত্রে স্টার্ক এগিয়ে। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ব্যাটাতে সফল ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (৫৪) এবং মিচেল মার্শ (৪৫)। ডেভিড ওয়ার্নার এবং মার্কোস স্টোইনিস দুজনেই করেন ২৫ রান। আফগান বোলারদের মধ্যে তিন উইকেট নেন নবিন উল হক। ব্যাট করতে নেমে উসমান (২) আউট হয়ে গেলেও গুরবাজ (৩০) করে গেলেন।
advertisement
advertisement
What a knock from Rashid Khan - 48* in just 23 balls. Kept fighting till the very end for Afghanistan, an unbelievable effort from Afghanistan! Top performance, Rashid! pic.twitter.com/7VGnBqFNLK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 4, 2022
গুলবদিন এবং ইব্রাহিম বুদ্ধি করে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আফগানিস্তানকে। দশ ওভার শেষে তাদের রান ছিল ৭২/২। ধীরে ধীরে নিজেদের লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছিল তারা। কিন্তু এরপর ম্যাক্সওয়েল একটি দুর্দান্ত ডিরেক্ট হিটে রান আউট করলেন গুলবদিনকে। এলেন নবি।
advertisement
জাম্পার পরের বলে আউট ইব্রাহিম (২৬)। এক বল পরেই আউট নাজিব। এক ওভারে তিনটে উইকেট। এখানে নিশ্চিত হয়ে গেল ম্যাচ জিততে চলেছে অস্ট্রেলিয়া। নবি ফিরে গেলেন এক রান করে। শেষ দিকে একটা মরিয়া চেষ্টা করেছিলেন রশিদ খান। ঝড়ো ইনিংস খেলে তিনি রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন।
কিন্তু সেটা যথেষ্ট ছিল না। শেষ ওভারে আফগানদের প্রয়োজন ছিল ২২ রান। স্টইনিস দিলেন ১৮। অস্ট্রেলিয়া জিতে গেল ৪ রানে। রশিদের লড়াই দাম পেল না। দাম পেল না রশিদের দুরন্ত লড়াই, চার রানে জিতে বিশ্বকাপে টিকে থাকল অস্ট্রেলিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 5:10 PM IST