দুর্দান্ত কামব্যাকেও ঘানার কাছে হার দক্ষিণ কোরিয়ার, নাটকীয় ম্যাচের সাক্ষী বিশ্বকাপ

Last Updated:

Ghana beat South Korea three goals to two in a close contested match to remain alive in Qatar World Cup. দক্ষিণ কোরিয়া দলটা উদ্বুদ্ধ ফুটবল খেললেও তাদের সেরা ফুটবলার সং হিউ মিন আজ তুলনামূলক নিজের সেরা পারফর্মেন্স তুলে ধরতে ব্যর্থ।

হেরে গেলেও ঘানার বিরুদ্ধে মনে রাখার মত লড়াই করল দক্ষিণ কোরিয়া
হেরে গেলেও ঘানার বিরুদ্ধে মনে রাখার মত লড়াই করল দক্ষিণ কোরিয়া
ঘানা - ৩
দক্ষিণ কোরিয়া - ২
#দোহা: এবারের বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে সমানতালে লড়েছিল দক্ষিণ কোরিয়া। অন্যদিকে পর্তুগালের সঙ্গে ঘানা দেখিয়েছে কতোটা ভয়ংকর হয়ে উঠতে পারে তারা। শেষ বাঁশির আগ পর্যন্ত ক্রিস্তিয়ানো রোনালদোদের বুকে কাঁপন ধরিয়েছে আফ্রিকান দলটি। ফলে কোরিয়ার বিপক্ষেও তারা ছেড়ে কথা বলবে না, জানাই ছিল । উরুগুয়ের বিপক্ষে গোলশূণ্য ড্র করা সন হিউং-মিনরাও ছিলেন মরণ কামড় দেওয়ার প্রচেষ্টায়।
advertisement
আন্দ্রে আয়েউ, ওসমান বুকারিদের দিকে আরও একবার চেয়েছিলেন ঘানা ভক্তরা। আতলেতিক বিলবাওয়ের ইনাকি উইলিয়ামস। মাঝমাঠ ও রক্ষণেও আছেন থমাস পার্টে, ড্যানিয়েল আমার্টের মতো খেলোয়াড়রা। ম্যাচ জিততে হলে গোল করতে হত কোরিয়াকে। সন, জায় সুং লিদের ফিনিশিংটা করতে হবে ঠিক মতো। ম্যাচের প্রথম কুড়ি মিনিট দাপট ছিল কোরিয়ার।
advertisement
কিন্তু তারপর ২৪ গোল করে ঘানাকে এগিয়ে দিলেন সালিসু। মিনিট দশ এরপর আবার গোল ঘানার। এবার গোল করলেন কুদুস। দুটি ক্ষেত্রেই এসিস্ট ছিল জর্ডান আয়ুর। দক্ষিণ কোরিয়া মাটিতে বল রেখে প্রচুর পাস খেললেও, ঘানার শারীরিক শক্তি এবং একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে মার খেয়ে যাচ্ছিল। অটো আদোর ছেলেরা দুটি গোলে এগিয়ে থাকার কারণে মানসিকভাবে অনেক স্বস্তিতে ছিল।
advertisement
তবে দ্বিতীয়ার্ধে খেলা ঘুরিয়ে দিল দক্ষিণ কোরিয়া। দুমিনিটের ব্যবধানে দুটি গোল। দুটোই করলেন কোরিয়ার সেন্টার ফরওয়ার্ড চো গুই সং। প্রথমটা লির সেন্টার থেকে। দ্বিতীয়টা কিমের ক্রস থেকে। দুটো হেড রকেট গতিতে ভেঙে দিল ঘানার প্রতিরোধ। কেন বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ কোরিয়া ইতালি এবং জার্মানিকে হারিয়েছিল সেটা প্রমাণ করল দুর্দান্ত কামবাকে।
কিন্তু ডিফেন্সের ভুলে আবার ৬৮ মিনিটে গোল হজম করল তারা। বা পায়ের শটে নিজের দ্বিতীয় গোল পেয়ে গেলেন মহম্মদ কুদুস। তবে এরপরেও লড়াই চালিয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। লি র ফ্রিকিক বাঁচিয়ে দিলেন ঘানার গোলরক্ষক।
advertisement
দক্ষিণ কোরিয়া দলটা উদ্বুদ্ধ ফুটবল খেললেও তাদের সেরা ফুটবলার সং হিউ মিন আজ তুলনামূলক নিজের সেরা পারফর্মেন্স তুলে ধরতে ব্যর্থ। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে প্রায় বিদায় ঘন্টা বেজে গেল দক্ষিণ কোরিয়ার। গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালকে তারা হারাতে পারবে এমন সম্ভাবনা খুব একটা নেই। তবে ফুটবলে মিরাকেল হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দুর্দান্ত কামব্যাকেও ঘানার কাছে হার দক্ষিণ কোরিয়ার, নাটকীয় ম্যাচের সাক্ষী বিশ্বকাপ
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement