Cristiano Ronaldo Retirement: কবে অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জানিয়ে দিলেন বান্ধবী জর্জিনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Big Update On Cristiano Ronaldo Retirement: বয়সও প্রায় চল্লিশ দোরগোড়ায়। ফলে আর কত দিন ফুটবল খেলবেন সিআরসেভেন তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনার অন্ত নেই। এবার রোনাল্ডোর অবসর নিয়ে বড় আপডেট দিলেন তাঁর বান্ধবী জর্জিা রড্রিগেজ।
নিজের ফুটবল জীবনের সেরা সময়টা ইউরোপে কাটিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে সৌদি আরবের আল নাসেরে খেলছেন তিনি। বয়সও প্রায় চল্লিশ দোরগোড়ায়। ফলে আর কত দিন ফুটবল খেলবেন সিআরসেভেন তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনার অন্ত নেই। এবার রোনাল্ডোর অবসর নিয়ে বড় আপডেট দিলেন তাঁর বান্ধবী জর্জিা রড্রিগেজ।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখান জর্জিনাকে বলতে শোনা গিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর কত দিনের মধ্যে বুট জোড়া তুলে রাখবেন। নির্দিষ্ট সময় নিয়েও মুখ খুলছেন তিনি। প্যারিস ফ্যাশন উইকে গিয়েছিলেন যোগ দিয়েছিলেন জর্জিনা। সেখানেই রোনাল্ডোর অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী।
ভিডিওতে জর্জিনাকে জিজ্ঞেস করা হয় আর কতদিন ফুটবল খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জর্জিনা বলেন,”ক্রিশ্চিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তার পর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।” ফলে বল পায়ে সবুজ গালিচায় রোনাল্ডোর ফুটবল জাদু আর বেশি দিন দেখা যাবে না।
advertisement
advertisement
Georgina Rodriguez at Paris Fashion Week yesterday on Cristiano Ronaldo’s future:
🗣️ “Cristiano one more year, then it’s over. Maybe two, I don’t know.” 💔
[via @ArobaseGiovanny]
pic.twitter.com/DPT7rtqznQ— CentreGoals. (@centregoals) March 3, 2024
advertisement
প্রসঙ্গত, কেরিয়ারে সব কিছু পেলেও বিশ্বকাপটা এখনও অধরা রয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাই আরও একবার হয়তো ২০২৬-এ শেষবার চেষ্টা করবেন স্বপ্নপূরণের। তার আগে ইউরো কাপেও দেখা যাবে রোনাল্ডো ম্যাজিক। শেষ দুটি বড় প্রতিযোগিতায় সিআরসেভেনকে দেখার জন্য মুখিয়ে বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2024 10:57 PM IST