Kohli Gambhir Fight: কোহলির নাম শুনেই রেগে আগুন গম্ভীর! নতুন ভিডিও ঘিরে তোলপাড়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kohli Gambhir Fight: বিরাট কোহলি ও গৌতম গম্ভারের মধ্যে নজিরবিহিন ঝামেলার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু তার রেশ যেন কিছুতেই কাটতে চাইছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। যেখানে কোহলির নাম শুনেই রেগে আগুন গম্ভীর।
বিরাট কোহলি ও গৌতম গম্ভারের মধ্যে নজিরবিহিন ঝামেলার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু তার রেশ যেন কিছুতেই কাটতে চাইছে। ভারতীয় ক্রিকেট মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে কোহলি ও গম্ভীরের বিবাদ। সোশ্যাল মিডিয়াও তোলপার বিরাট-গম্ভীর ‘যুদ্ধ’ নিয়ে। ম্যাচের পর ড্রেসিং রুমে নাম না করে গম্ভীরের উদ্দেশ্যে কোহলি বলেছিলেন,’ইট মারলে পাটকেল খেতে হবে’। বুধবার রাতে ট্যুইটে নাম না করে কোহলিকেও কটাক্ষ করেন গম্ভীর। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। যেখানে কোহলির নাম শুনেই রেগে আগুন গম্ভীর।
সোমবার আরসিবি বনাম লখনউ ম্যাচ শেষে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে তুমুল ঝামেলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার বুধবার সিএসকে বনাম এলএসজি ম্যাচের সময়কার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যায়, গৌতম গম্ভীর, অমিত মিশ্রা ও লখনউ এক সাপোর্টিং স্টাফ সিঁড়ি দিয়ে উঠে আসছেন। সেই সময় একদল দর্শক গম্ভীরকে দেখে কোহলি কোহলি বলতে থাকেন। গম্ভীর এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করেন কারা আওয়াজ দিচ্ছেন। সেই সময় গম্ভীরের চোখ-মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল কতটা বিরক্ত তিনি।
advertisement
Crowd chanting Kohli Kohli infront of gambhir
Look at his face 😭pic.twitter.com/IRUfTBtiDS
— Gaurav (@Melbourne__82) May 4, 2023
advertisement
ইতিমধ্যেই আরসিবি ও এলএসজি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 6:48 PM IST