'বিশ্বকাপ এখনও অনেক দূরে...', কোহলি-রোহিত দুরন্ত পারফর্ম করার পরও কেন এমন বললেন গম্ভীর?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli And Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওডিআই সিরিজ জয়ে বড় ভূমিকা পালন করেছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওডিআই সিরিজ জয়ে বড় ভূমিকা পালন করেছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২টি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি সহ ৩ ম্যাচে ৩০০-র বেশি রান করে সিরিজ সেরাও হয়েছেন কোহলি। দীর্ঘদিন ধরে রোহিত ও বিরাটের ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছিল, তবে অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ফর্ম সেই সব সংশয় দূর করে দিয়েছে।
সিরিজ জয়ের পর কোচ গৌতম গম্ভীর জানান, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের যোগ্যতা ও উপস্থিতি ভারতের ওডিআই দলের জন্য এখনও অমূল্য। তিনি বলেন, রোহিত ও বিরাট দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করে আসছেন এবং দলে তাদের অভিজ্ঞতা তরুণদের জন্য দিশারির মতো কাজ করবে। গম্ভীরের মতে, ওডিআই ফরম্যাটে তাদের অবদান ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হবে এবং এ নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই।
advertisement
তবে একই সঙ্গে গম্ভীর পরিষ্কার জানিয়ে দেন যে দলের তরুণ ক্রিকেটারদের দিকেও সমান মনোযোগ রাখা হবে। শুভমান গিল ও শ্রেয়স আইয়ার দলে ফিরলেও, যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কওয়াড়কে সুযোগ দেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সিরিয়াস। সিরিজে রোহিত ও বিরাট প্রচুর রান করলেও জয়সওয়াল ও গায়কওয়াড়ও সেঞ্চুরির মাধ্যমে নিজেদের ক্ষমতা প্রমাণ করেছেন। এ কারণে নির্বাচকদের সামনে এখন বেশ ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়েছে।
advertisement
advertisement
গম্ভীর বলেন, ২০২৭ সালের বিশ্বকাপ এখনও অনেক দূরে, তাই বর্তমানের ওপর নজর দেওয়াই বুদ্ধিমানের কাজ। তরুণরা সুযোগ পেলে তা কাজে লাগানোর যথেষ্ট ক্ষমতা রাখে। রুতুরাজকে পজিশনের বাইরে ব্যাট করতে হলেও, তিনি চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করে দারুণ ম্যাচ টেম্পারামেন্ট দেখিয়েছেন। যশস্বী জয়সওয়ালও তার প্রতিভার পরিচয় দিয়েছেন, বিশেষ করে টেস্টে তাঁর ধারাবাহিকতা গম্ভীরকে আশাবাদী করেছে।
advertisement
আরও পড়ুনঃ Abhishek Sharma: এতদিন যা পারেনি কোনও ভারতীয় ব্যাটার, সেই মহারেকর্ড এবার গড়লেন অভিষেক শর্মা
রোহিত ও বিরাট টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসরের পর কিছু সমালোচনা শুনেছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ব্যাটিং সেই বিতর্কের অবসান ঘটিয়েছে। কোহলির দুটি সেঞ্চুরি ও এক অপরাজিত ৬৫ রানের ইনিংস এবং রোহিতের ধারাবাহিক দুই হাফ সেঞ্চুরি তাদের ফর্মে থাকা স্পষ্ট করেছে।
advertisement
যদিও জয়সওয়াল ও গায়কওয়াড়ের পরবর্তী সিরিজে থাকা নিশ্চিত নয়, তবু গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে বিশ্বকাপকে মাথায় রেখে তরুণদের যথেষ্ট সুযোগ দেওয়া হবে। অভিজ্ঞ সিনিয়রদের নেতৃত্বে তরুণদের এই প্রতিযোগিতা ভবিষ্যতের ভারতের ওডিআই দলের শক্তি বাড়াবে বলেই আশা করা হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2025 3:18 PM IST

