সেন্টার কোর্টে কুপোকাৎ ভেনাস ! নতুন চ্যাম্পিয়ন পেল উইম্বলডন
Last Updated:
সেন্টার কোর্টে নতুন চ্যাম্পিয়ন। ভেনাস উইলিয়ামসকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজা।
#লন্ডন: সেন্টার কোর্টে নতুন চ্যাম্পিয়ন। ভেনাস উইলিয়ামসকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজা। খেলার ফল ৭-৫,৬-০। প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে মুগুরুজার কাছে আত্মসমর্পন ভেনাসের। উইম্বলডন জিতে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললেন স্প্যানিশ টেনিস তারকা।
নিজে নেই। তবুও দিদিকে উৎসাহ দিতে মাঠে হাজির ছিলেন সেরেনা। কিন্তু হতাশ হতে হল গতবারের চ্যাম্পিয়নকে। দেখতে হল উইম্বলডন ফাইনালে মুগুরুজার কাছে আত্মসমর্পন করলেন দিদি ভেনাস উইলিয়ামস। দুবছর আগে মুগুরুজাকে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন সেরেনা। সে ম্যাচে কঠিন লড়াই করে হেরে গেলেও টেনিস বিশ্বকে নিজের উত্থান জানান দিয়েছিলেন মুগুরুজা।
গতবছর ফরাসি ওপেনে সেই সেরেনাকেই হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন স্প্যানিশ টেনিস তারকা। এদিনের ফাইনালেও শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মুগুরুজা। প্রথম সেটে কিছুটা লড়াই করেন ভেনাস। তবে হাড্ডাহাড্ডি লড়াই করে ৭-৫ গেমে সেট জিতে নেন মুগুরুজা। দ্বিতীয় সেটে ভেনাসকে আর দাঁড়াতেই দিলেন না স্প্যানিশ তারকা। মুগুরুজার ভলি আর ব্যাক হ্যান্ডের দাপটে দাঁড়িয়ে ৬-০ ব্যবধানে হারলেন ভেনাস। স্ট্রেট সেটে কেরিয়ারের প্রথম উইম্বলডন জিতলেন ২৩ বছরের টেনিস তারকা। লন্ডনের সেন্টার কোর্টে নতুন চ্যাম্পিয়নকে বরণ করলেন টেনিসপ্রেমীরা। ২০১৬ ফরাসি ওপেনের পর ভেনাসকে হারিয়ে দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম পকেটে পুরলেন মুগুরুজা। চ্যাম্পিয়ন হয়ে আরও একটি নজির গড়লেন গারবিনে মুগুরুজা। কনচিতা মার্টিনেজের পর দ্বিতীয় স্প্যানিশ হিসেবে ঘরে তুললেন উইম্বলডন।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2017 8:59 PM IST