Benjamin Mendy: ১০ হাজার মহিলার সঙ্গে যৌনতা! ফ্রান্সের ফুটবলারের কান্ডে অবাক বিচারপতি
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বেঞ্জামিন বলেন, এটা কোনও ব্যাপার নয়, আমি ১০ হাজার মহিলার সঙ্গে সেক্স করেছি
লন্ডন: ফ্রান্সের জার্সিতে রাশিয়ার মাটিতে বিশ্বকাপ জয় করেছিলেন তিনি। পৃথিবীর অন্যতম সেরা লেফট ব্যাক ছিলেন একটা সময়। ফ্রান্সের বিখ্যাত ক্লাব মোনাকো থেকে এসেছিলেন সিটিতে। বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের অক্টোবরে চেশায়ারে নিজের ম্যানসনে একজন ২৪ বছরের তরুণীর ওপর আক্রমণ করেন বেঞ্জাবিন। তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ।
আরও একজনকে ধর্ষণের অভিযোগও রয়েছে বেঞ্জামিনের বিরুদ্ধে। শুধু তাই, ধর্ষণ করে সেই মহিলাকে বেঞ্জামিন বলেন, এটা কোনও ব্যাপার নয়, আমি ১০ হাজার মহিলার সঙ্গে সেক্স করেছি। কোর্টে নাকি জানিয়েছেন মেন্ডি! এমনটাই দাবি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং দ্য গার্ডিয়ানের। তিন জন করে মহিলা ও পুরুষ বিচারক মন্ডলী অবশ্য বেঞ্জামিনের বিরুদ্ধে কোনও প্রমাণ পাননি।
advertisement
Benjamin Mendy sleeping with more than 10000 women so that city can fill there stadium proper legend that one pic.twitter.com/kflwbFZkMQ
— Blacklist (@_ambehi) June 29, 2023
advertisement
২৬ জুন আরও দুটি অভিযোগের ভিত্তিতে নতুন করে বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি। এখনও অবধি এর কোনও রায় বেরোয়নি। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিন ২০২১ সালের ১৫ অগস্ট থেকে তাঁকে খেলায়নি ম্যান সিটি। ফ্রান্সের এই ডিফেন্ডার দেশের হয়ে শেষ খেলেছেন ২০১৯ সালে।
advertisement
২০১৯ সালে রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য। বেঞ্জামিন যতদিন না নিজের দোষ মুক্ত হচ্ছেন ততদিন তাকে ফ্রান্স জাতীয় দলেও সুযোগ দেওয়া হবে না। তবে তিনি যে সত্যিই ১০ হাজার মহিলার সঙ্গে বিছানায় গিয়েছেন এমন সত্যতা নেই। এটা শুধু কথার কথা এমনটাই মনে করছে সবাই। তবে বেনজামিনের পেশাদার ফুটবল জীবন এর ফলে প্রায় শেষ হতে চলেছে তাতে অবশ্য সন্দেহ নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 5:33 PM IST