হঠাৎ কেন অবসর নিলেন চেতেশ্বর পুজারা? অবশেষে মুখ খুললেন তারকা ব্যাটার

Last Updated:

Cheteshwar Pujara: সম্প্রতি নিজের কেরিয়ারে ইতি টেনেছেন চেতেশ্বর পুজারা। রবিবার নিজের অবসরের সিদ্ধান্ত জানান টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের মিডিল অর্ডারের একসময়কার মেরুদণ্ড চেতেশ্বর পুজারা।

News18
News18
সম্প্রতি নিজের কেরিয়ারে ইতি টেনেছেন চেতেশ্বর পুজারা। রবিবার নিজের অবসরের সিদ্ধান্ত জানান টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের মিডিল অর্ডারের একসময়কার মেরুদণ্ড চেতেশ্বর পুজারা। ২০২৩ সালে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন পূজারা। এরপরও তিনি সক্রিয় ছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটে এবং দলিপ ট্রফির মাধ্যমে আসন্ন মরশুম শুরু করার পরিকল্পনাও ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত পরিবার এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে কিট ব্যাগ সিদ্ধান্ত নেন।
কিন্তু যে চেতেশ্বর বিগত কয়েকটি ঘরোয়া মরশুমে প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন ফের ভারতীয় দলে ফেরার। তাঁর হঠাৎ কী হল যে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন। বিগত কয়েক দিনে নানারকম জল্পনা আসছিল। অবশেষে নিজের অবসর নিয়ে মুখ খুললেন তারকা ব্যাটার। হঠাৎ কেন অবসরের সিদ্ধান্ত নিলেন জানালেন চেতেশ্বর পুজারা।
তিনি জানান, ইংল্যান্ড সফরে ধারাভাষ্য দেওয়ার সময় তিনি আগামী ঘরোয়া মরশুমে খেলতে আগ্রহী ছিলেন। কিন্তু দেশে ফিরে এসে বুঝতে পারেন, তিনি পুরো মরশুম খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। সেইসঙ্গে তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ করে দেওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করেন তিনি।
advertisement
advertisement
চেতেশ্বর পুজারা বলেন, “আমি জানতাম যদি আরও এক মরশুম খেলি, তাহলে একজন তরুণের জায়গা দখল করব, যা আমি চাইনি। তাই মনে হল, এটাই সরে যাওয়ার সঠিক সময়।” অবসর ঘোষণার সময় পূজারা আবেগঘনভাবে স্মরণ করেন তাঁর বাবা অরবিন্দ পূজারা ও মা রীনা পূজারাকে। বাবা একজন প্রাক্তন ক্রিকেটার এবং পূজারার কোচ ছিলেন, যাঁর কঠোর পরিশ্রম ও নিষ্ঠা থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন।
advertisement
প্রসঙ্গত, রবিবার সকালে হঠাৎই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটার চেতেশ্বর পুজারা। পুজারার অবসর ভারতীয় ক্রিকেটে এক যুগে অবসান। রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় টেস্ট ক্রিকেটে পুজারাকেই ভারতীয় দলে ‘দ্য ওয়াল’ বলা হত।
advertisement
চেতেশ্বর পুজারার কেরিয়ার নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। ১০৩টি টেস্টে ৭১৯৫ রান, ১৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ। তাঁর খেলা ছিল ধৈর্য, নিষ্ঠা ও কৌশলের মিশেল, যা আধুনিক ক্রিকেটের দ্রুতগতির ধারার মাঝেও টেস্ট ফরম্যাটের ক্লাসিক সৌন্দর্যকে তুলে ধরেছিল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হঠাৎ কেন অবসর নিলেন চেতেশ্বর পুজারা? অবশেষে মুখ খুললেন তারকা ব্যাটার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement