Sourav Ganguly: এবার ভিনেশ প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, পাশে দাঁড়িয়ে করলেন বড় মন্তব্য

Last Updated:

Sourav Ganguly Reacts On Vinesh Phogat: অলিম্পিক্স শেষ হলেও ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগেটের পদক ভাগ্য নির্ধারিত হয়নি। এবার ভারতীয় তারকা কুস্তিগীরের হয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

অলিম্পিক্স শেষ হলেও ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগেটের পদক ভাগ্য নির্ধারিত হয়নি। ভিনেশ আদৌ পদক পাবেন কিনা তা মঙ্গলবার জানাবে ক্রীড়া আদালত। ভিনেশের পদক পক্ষে আওয়াজ তুলেছেনম একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। এবার ভারতীয় তারকা কুস্তিগীরের হয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভিনেশ ফোগটের পদক পাওয়া উচিত বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার শহরের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সেখানে ভিনেশ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”কুস্তির নিয়মকানুন সম্পর্কে আমার সেভাবে জানা নেই। কিন্তু ভিনেশ তো নিয়ম মেনেই ফাইনালে উঠেছে। তাহলে পদক দেওয়া হবে না কেন?”
এর আগে ভিনেশ ফোগটের হয়ে সরব হয়েছিলেন আরেক কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সচিম তেন্ডুলকর। তিনি বলেছিলেন,”সঠিক নিয়ম মেনেই ভিনেশ ফোগট ফাইনালে উঠেছিলেন। ফাইনালের আগে ওজনের বিচারে ওকে বাতিল করা হয়েছে। ফলে ভিনেশের থেকে পদক একপ্রকার চুরি করা হয়েছে। প্রতি খেলার নিয়ম রয়েছে। সময় বিশেষ তা খতিয়ে দেখা দরকার।”
advertisement
advertisement
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগে দুরন্ত পারফর্ম করেন ভিনেশ ফোগট। একের পর এক বিশ্বের তারকা কুস্তিগীরদেল হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে। কিন্তু ফাইনালের আগে ভিনেশ ফোগটের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। এমনকী রুপোও দেওয়া হয়নি। এরপরই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার আদালতের রায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: এবার ভিনেশ প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, পাশে দাঁড়িয়ে করলেন বড় মন্তব্য
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement