Bankura: বাঁকুড়ায় ভারতীয় দলের তারকা ক্রিকেটার! বাংলার খুদে ক্রিকেটারদের সামনে বড় সুযোগ

Last Updated:

বাঁকুড়ায় ঋদ্ধিমান সাহা! ভাবা যায়। কয়েকদিন আগে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করেছিলেন এমপি কাপের উদ্বোধন। এবার বাঁকুড়ায় হাজির আরেক সফল বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।

+
ঋদ্ধিমান

ঋদ্ধিমান সাহা

বাঁকুড়া: বাঁকুড়ায় ঋদ্ধিমান সাহা! ভাবা যায়। কয়েকদিন আগে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করেছিলেন এমপি কাপের উদ্বোধন। এবার বাঁকুড়ায় হাজির আরেক সফল বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। একসময় ইন্ডিয়ান ক্রিকেট টিমের টেস্ট জাতীয় দলে দুর্দান্ত সব পারফরম্যান্স করেছেন সাহা।
বাজ পাখির মতো উইকেটের পিছনে উইকেটকিপিং করতে দেখা গিয়েছে তাঁকে। দুর্দান্ত সব টেস্ট ইনিংস রয়েছে তাঁর। আইপিএল ফাইনাল ম্যাচে রয়েছে শতরান। এবার সেই ঋদ্ধিমান সাহা এলেন বাঁকুড়ায় বাচ্চাদের ক্রিকেট শেখাতে একটি ক্রিকেট সংস্থার অধীনে। বাঁকুড়ার আকুলবাঁধ এলাকায় এসেছেন ঋদ্ধিমান সাহা এবং আসবেন প্রতি মাসে।
বাঁকুড়ার ক্ষুদে ক্রিকেটারদের দেখে ঋদ্ধিমান সাহা জানান, প্রতিভা রয়েছে যথেষ্ট, তবে ঘাটতি রয়েছে ইচ্ছে এবং পরিবারের সাপোর্টের। এছাড়াও ঋদ্ধি আরও বলেন, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জায়গায় ক্রিকেটের প্রতিভা যাতে কলকাতা গিয়ে প্রস্ফুটিত হতে পারে সেই কারণে এগিয়ে এসেছেন জাতীয় দলের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।
advertisement
advertisement
আরও পড়ুন- প্রথম টেস্টেই ভারতের একাদশে বড় চমক! কোন ১১ জনকে নামাবেন গম্ভীর?
এই ঘটনায় যথেষ্ট খুশি বাঁকুড়ার ক্রিকেটপ্রেমীরা। একদিক থেকে জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড়কে দেখার সুযোগ সঙ্গে খুদে ক্রিকেটাররা পাচ্ছেন একদম টপ লেভেলের একটি ক্রিকেটারের কাছে শেখার সুযোগ। কারণ ক্রিকেট পৌঁছে গেছে এক অন্য উচ্চতায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাত ধরে ক্রিকেট খেলা এখন প্রতিটি ভারতীয় শিশুর স্বপ্ন। বাঁকুড়ার শিশুদের জন্য এই স্বপ্ন কিছুটা হলেও সত্যির দিকে এগিয়ে দিতে উড়ান দিলেন ঋদ্ধিমান সাহা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী 
বাংলা খবর/ খবর/খেলা/
Bankura: বাঁকুড়ায় ভারতীয় দলের তারকা ক্রিকেটার! বাংলার খুদে ক্রিকেটারদের সামনে বড় সুযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement