মালদ্বীপে 'মাখোমাখো ব্যাপার! ৪০-এ মাতলেন জাহির খান
Last Updated:
স্ত্রী সাগরিকা ঘাটগে ও বন্ধু-সতীর্থ অজিত আগারকার, আশিস নেহরা-সহ খুব কাছের বন্ধুদের নিয়ে জাহির খান জন্মদিন সেলিব্রেট করলেন মালদ্বীপে৷
#মালদ্বীপ: গত ৭ অক্টোবর প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান ৪০-এ পা দিলেন৷ ভারতের একটা দীর্ঘ সময়ের তারকা প্লেয়ার বলে কথা! তাই জন্মদিনটাও কাটালেন রইস ভাবেই৷ স্ত্রী সাগরিকা ঘাটগে ও বন্ধু-সতীর্থ অজিত আগারকার, আশিস নেহরা-সহ খুব কাছের বন্ধুদের নিয়ে জাহির খান জন্মদিন সেলিব্রেট করলেন মালদ্বীপে৷
advertisement
advertisement
ইন্সস্টাগ্রামে সেই হলিডে-র একাধিক ছবি শেয়ার করেছেন জাহির৷ মালদ্বীপের চোখ জুড়নো প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জাহিরের বিলাসবহুল জন্মদিন সেলিব্রেশন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ জাহিরকে মজা করে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করেছেন, 'হ্যাপি বার্থডে জাহির৷ আগামী বছরটা খুব ভালো কাটুক৷ প্লিজ, খানিকটা মেদ ঝরাও৷ তুমি ভারতের শক্তি৷'
Happy birthday to the love of my life the kindest , strongest, thoughtful and most giving. Happy happy birthday husband. I love you A post shared by Sagarika (@sagarikaghatge) onView this post on Instagram
advertisement
সচিনের ট্যুইট, 'একজন ব্যাটসম্যানের কাছে তুমি বরাবরই ত্রাস৷ হ্যাপি বার্থডে জাহির৷ ৪০-এর কোটায় তোমায় স্বাগত৷'
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2018 10:05 AM IST