• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • লাইফের ম্যাচ শেষ , চলে গেলেন পেনাল্টি কর্নার স্পেশ্যালিস্ট মহম্মদ

লাইফের ম্যাচ শেষ , চলে গেলেন পেনাল্টি কর্নার স্পেশ্যালিস্ট মহম্মদ

বেশ কয়েক বছর ধরেই ক্রনিক লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন অলিম্পিক সোনাজয়ী প্রাক্তন ভারতীয় হকি তারকা মহম্মদ শাহিদ

বেশ কয়েক বছর ধরেই ক্রনিক লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন অলিম্পিক সোনাজয়ী প্রাক্তন ভারতীয় হকি তারকা মহম্মদ শাহিদ

বেশ কয়েক বছর ধরেই ক্রনিক লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন অলিম্পিক সোনাজয়ী প্রাক্তন ভারতীয় হকি তারকা মহম্মদ শাহিদ

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #গুরগাঁও: বেশ কয়েক বছর ধরেই ক্রনিক লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন অলিম্পিক সোনাজয়ী প্রাক্তন ভারতীয় হকি তারকা মহম্মদ শাহিদ ৷ অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন তিনি ৷ কোমায় চলে যাওয়া এই অ্যাথলিট বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর ৷  

  ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে সোনাজয়ী হকি দলের সদস্য মঙ্গলবার রাতেই হঠাৎ কোমায় চলে যান ৷  গুরগাঁও-এর মেদান্তা হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় তাঁর ৷

  শাহিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় হকি দলের অধিনায়কও ছিলেন শাহিদ ৷ আর ছিলেন পেনাল্টি কর্নার স্পেশ্যালিস্ট। আজও পেনাল্টি কর্নারের কথা উঠলেই তাঁর নাম মনে পড়ে।

  বেশ কয়েক বছর ধরেই ক্রনিক লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন পদ্মশ্রী শাহিদ। প্রাক্তন ভারত অধিনায়কের চিকিত্‍সার খরচ বহন করতে এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ক্রীড়ামন্ত্রক শাহিদের চিকিত্‍সার জন্য ১০ লক্ষ টাকা দেয়। অলিম্পিক সোনা জয়ী এই হকি তারকার জন্য ৫ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। শাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ট্যুইটারে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রেলমন্ত্রী থেকে শুরু করে বীরেন্দ্র সেহওয়াগ প্রত্যেকেই ৷

  First published: