পঞ্জাব বন্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হরভজন সিং, নৌকা-খাবার-টাকা-ওষুধ ব্যবস্থা করলেন সবকিছুর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Harbhajan Singh: ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান রাজ্যসভার সাংসদ হরভজন সিং নিজ রাজ্য পঞ্জাবের মানুষের পাশে দাঁড়িয়েছেন। নৌকা-খাবার-টাকা-ওষুধ ব্যবস্থা করলেন সবকিছুর।
উত্তর ভারতের বিভিন্ন রাজ্য বর্তমানে ভয়াবহ বন্যার কবলে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্জাব। টানা ভারী বর্ষণ এবং নদীর তীর ভেঙে যাওয়ায় বহু এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বহু গবাদিপশু ভেসে গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ত্রাণ কাজে হাত বাড়িয়ে দিয়েছেন।
ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান রাজ্যসভার সাংসদ হরভজন সিং নিজ রাজ্য পঞ্জাবের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি তার সাংসদ তহবিল থেকে আটটি স্টিমার নৌকা এবং নিজ অর্থে আরও তিনটি নৌকা দান করেছেন। প্রতিটি নৌকার মূল্য প্রায় ৪.৫ থেকে ৫.৫ লক্ষ টাকা। এছাড়া, জরুরি চিকিৎসা সহায়তার জন্য তিনটি অ্যাম্বুলেন্সও কিনে দিয়েছেন তিনি।
advertisement
ত্রাণ তহবিল গঠনের জন্য হরভজন সিং ব্যক্তিগতভাবে বন্ধু ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করছেন। তার আহ্বানে সাড়া দিয়ে একটি ক্রীড়া সংস্থা ৩০ লক্ষ টাকা দান করেছে এবং তার দুই ঘনিষ্ঠ বন্ধু যথাক্রমে ১২ লক্ষ ও ৬ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। ইতিমধ্যে প্রায় ৫০ লক্ষ টাকা সংগ্রহ করে তা বন্যাক্রান্তদের সহায়তার জন্য ব্যয় করা হয়েছে।
advertisement
advertisement
#PunjabFloods2025
Please support with whatever you can 🙏 pic.twitter.com/GGq8cDAc6x— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 5, 2025
ত্রাণ তৎপরতার অংশ হিসেবে প্রতিদিন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। হরভজন সিং ব্যক্তিগতভাবে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে প্রয়োজনে আরও সহায়তা তিনি প্রদান করবেন। তার এই উদ্যোগে পঞ্জাবের সাধারণ মানুষ কিছুটা স্বস্তি অনুভব করছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 1:48 PM IST