ভারতীয় ক্রিকেটারের বাবার সাত বছরের জেল, কোটি-কোটি টাকা তছরুপের অভিযোগ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Former Indian cricketer father sentenced jail for seven years: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই বড় খবর। আর্থিক তছরুপের দায়ে সাত বছরের জেল হল ভারতীয় ক্রিকেটারের বাবার। ১ কোটি ২৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই বড় খবর। আর্থিক তছরুপের দায়ে সাত বছরের জেল হল ভারতীয় ক্রিকেটারের বাবার। ১ কোটি ২৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই কোলপার পরে যায় ক্রিকেট মহলে। ঘটনায় ভারতীয় ক্রিকেটারের বাবা সহ মোট ৩ জন অভিযুক্ত।
ভারতের প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবার নাম জড়িয়েছিল আর্থিক তছরুপ কাণ্ডে। জৌলখেদা গ্রামের ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে কাজ করতেন নমন ওঝার বাবা বিনয় ওঝা। ২০১৩ সালে ঘটেছিল এই ঘটনা। ১.২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ঘটনায় বিনয় ওঝা সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
advertisement
advertisement
এত বছর সেই ঘটনার তদন্ত চলছিল। অবশেষে মঙ্গলবার মুলতাই অ্যাডিশনাল সেশনস কোর্টের রায়ের দোষী সাব্যস্ত হন বিনয় ওঝা-সহ আরও তিনজন। ঘটনায় ৭ বছরের জেলের পাশাপাশি ৭ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে দোষী সাব্যস্তদের। এই ঘটনায় মূল অভিযুক্ত অভিষেক রত্নমের ১০ বছরের জেল ৮০ লক্ষ টাকা জরিমানা হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 8:49 PM IST