বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বলছেন মাইকেল ভন

Last Updated:

Michael Vaughan believes Ravindra Jadeja is the perfect example of T20 cricketer. ভারত এবং চেন্নাই সুপার কিংসের অল রাউন্ডার ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে একজন প্রকৃত টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে দাবি করলেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ক্রিকেটের সব বিভাগে জাদেজার পারদর্শীতা অসামান্য

অনলাইন একটি সাক্ষাৎকারে ভন বলেন যে জাদেজা একজন অসাধারণ ফিল্ডার। বা হাতে তিনি অর্থোডক্স স্পিন বোলিংয়েও পারদর্শী।যেকোনো পিচে বল স্পিন করাতে পারেন তিনি। যদি কোনো টিম শুরুতে উইকেট হারায় তাহলে মিডল অর্ডারে ব্যাটিং এর ভরসা হতে পারেন বাঁহাতি এই বিধ্বংসী ব্যাটসম্যান। প্রথম বল থেকেই বাউন্ডারি মারতে পারেন জাদেজা। মূলত জাদেজার ব্যাটিং এই মরশুমে আরো ভাল হয়েছে। শেষ চার ওভারে নেমে তিনি একার দমে ম্যাচের রং বদলে দিচ্ছেন।
advertisement
advertisement
এবার তিনি শেষ ওভারে মোট ২১টি বল খেলেছেন। করেছেন মোট ৬৫ রান আর স্ট্রাইক রেট প্রায় ৩১০ এর কাছাকাছি। ভনের মতে ক্রিস গেইল বা বিরাট কোহলি ভালো ব্যাটসম্যান হতে পারেন, কিন্তু একজন অল রাউন্ডার সব সময় টি টোয়েন্টি ক্রিকেটে প্রভাবশালী হয়ে ওঠে। তাই ভন মনে করেন জাদেজা বাকিদের থেকে অনেকটাই এগিয়ে।
advertisement
সোমবার দিল্লির কাছে হেরে যায় চেন্নাই। ৩ উইকেটে যেতে পন্থের দল।চেন্নাই প্রথমে ব্যাট করে ১৩৬ রান করে ৫ উইকেট হারিয়ে।জাদেজা এই ম্যাচে ব্যাট করার সেভাবে সুযোগ না পেলেও বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। অধিনায়ক ঋষভ পন্থকে আউট করেন জাদেজা। মাইকেল ভন মনে করেন রবীন্দ্র জাদেজার এমন ধারাবাহিক পারফর্মার হয়ে ওঠার পেছনে অলিখিত অবদান রয়েছে মহেন্দ্র সিং ধোনির।
advertisement
মাহির সান্নিধ্যে থেকে জাদেজা নিজেকে ক্রিকেটার হিসেবে অনেক বেশি পরিণত করে তুলেছেন। ক্রিকেটের তিন বিভাগেই তিনি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। মোদ্দাকথা ইংল্যান্ডের অধিনায়ক বলতে চেয়েছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করে আছে রবীন্দ্র জাদেজার ওপর। জাদেজার লড়াকু চরিত্র এবং হার না মানা মনোভাব যে কোনো দলের কাছে সম্পদ মনে করেন ভন।
বাংলা খবর/ খবর/খেলা/
বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বলছেন মাইকেল ভন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement