ভারত না নিউজিল্যান্ড, জিতবে কে ? ভনের উত্তর জানতে চান ?

Last Updated:

ভারত এখানে আসার আগেই নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে ওঁরা। সেখানে ভারতীয় দল প্র্যাকটিস ম্যাচ খেললেও, প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেই নামতে হবে কিউইদের বিপক্ষে। তাছাড়া ডিউক বলে খেলা বলছেন ভন

নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভন জানান, "দেখুন ভারত এখানে আসার আগেই নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে ওঁরা। সেখানে ভারতীয় দল প্র্যাকটিস ম্যাচ খেললেও, প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেই নামতে হবে কিউইদের বিপক্ষে। তাছাড়া ডিউক বলে খেলা। ক্রিকেটীয় যুক্তির বিচারে নিউজিল্যান্ডকে অবশ্যই এগিয়ে রাখব "। পাশাপাশি প্রাক্তন অধিনায়ক মনে করেন বর্তমান নিউজিল্যান্ড দলটা আগের থেকে উন্নত। অতীতে কখনও মার্টিন ক্রো, কখনও রিচার্ড হ্যাডলি, কখনও বা ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড ক্রিকেটকে ওপরে নিয়ে গিয়েছেন। কিন্তু এই দলে অধিনায়ক উইলিয়ামসন ছাড়াও টম ল্যাথাম, ব্লান্ডেল, কনওয়, জেমিসনদের মত প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। এঁরা আধুনিক ক্রিকেটার হলেও টেস্ট খেলার মত মানসিকতা রয়েছে। শেষপর্যন্ত লড়াই করতে পারেন।
advertisement
তবে ভনের কথা বেশি গুরুত্ব দিতে রাজি নয় ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটাররা অতীতে ভনের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করেছেন। ভন এক সময় জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ হবে ভারত। শেষপর্যন্ত টেস্ট সিরিজ জিতেছিল ভারত। মুখে চুনকালি লেগেছিল ভনের। কিন্তু মানুষের লজ্জা থাকার একটা সীমা রয়েছে। ভন সেই সীমার ওপরে। তিনি মনে করছেন ভারতের তুলনায় যোগ্য টেস্ট খেলা ক্রিকেটার সংখ্যায় বেশি রয়েছে নিউজিল্যান্ড দলে।
advertisement
advertisement
তাছাড়া ভারত-বিরোধিতা এই মুহূর্তে তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। কদিন আগেই প্রাক্তন পাকিস্তানের ওপেনার সালমান বাটের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। ব্রিটিশ সাম্রাজ্য চলে গিয়েছে বহুদিন। তবুও ভনের মত কিছু অর্ধশিক্ষিত ক্রিকেটার চোখে গোলাপি চশমা পড়ে থাকেন। শুধুই বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে চান। সময় বলবে তাঁর কথা সত্যি প্রমাণিত হয় না মিথ্যা।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারত না নিউজিল্যান্ড, জিতবে কে ? ভনের উত্তর জানতে চান ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement