BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
সিএবি থেকে সৌরভ এবং পঞ্জাব থেকে হরভজন সিং-এর মতো প্রাক্তন ক্রিকেটার এবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করলেও তাঁদের নাম সভাপতি পদে ভাবা হল না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তন ঘটবে কি না, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷ এমন কি, নাম শোনা যাচ্ছিল প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং-এর৷ যদিও সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷
জম্বু কাশ্মীর থেকে বিসিসিআই-তে প্রতিনিধিত্ব করছেন মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ভারতীয় এ দল, আইপিএল ও দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি।

নতুন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস৷
advertisement
সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিসিসিআই-এর সভাপতি পদে বসতে চলেছেন মিঠুন৷ রবিবার অর্থাৎ আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি। সিএবি থেকে সৌরভ এবং পঞ্জাব থেকে হরভজন সিং-এর মতো প্রাক্তন ক্রিকেটার এবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করলেও তাঁদের নাম সভাপতি পদে ভাবা হল না।
advertisement
মিঠুনের সঙ্গে বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন ভারতের হয়ে দুটি টেস্ট খেলা কর্ণাটকের প্রতিনিধি রঘুরাম ভাট। রঘুরামকে সম্ভবত কোষাধক্ষ্য করা হচ্ছে। রাজীব শুক্ল সহ-সভাপতি থাকবেন। আইপিএল গভর্নিং কমিটি চেয়ারম্যান পদে থেকে যাচ্ছেন অরুণ সিং ধুমাল।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 2:51 AM IST