ঘুমের মধ্যেই সব শেষ! মাত্র ৩৯-এ প্রয়াত বাংলার অভিজ্ঞ ক্রিকেটার, শোকস্তব্ধ ময়দান
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Former Bengal Cricketer Subhajit Banerjee Died: বাংলার ক্রিকেট ময়দানে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত বাংলার ক্রিকেটার। মাত্র ৩৯ বছরে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন অভিজ্ঞ ক্রিকেটার।
কলকাতা: বাংলার ক্রিকেট ময়দানে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত বাংলার ক্রিকেটার। মাত্র ৩৯ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। গোটা ময়দান যাঁকে চিনত ঘোড়া নামে। সোমবার সকালে সোনারপুরের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভজিৎ।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার পাশাপাশি পাশাপাশি ময়দানে ক্লাব ক্রিকেচে ইস্টবেঙ্গল ক্লাবের মত নামি দলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি দাপটের সঙ্গে খেলেছেন আর একাধিক ক্লাবে। গত মরশুমেও খেলেছেন মনোহরপুকুর মিলন সমিতির হয়ে। ডানহাতি ব্যাটার ৩টি রঞ্জি ও ৪টি লিস্ট এ ম্যাচ খেলেন।
২০১৪ সালে অধিনায়ক লক্ষ্মী রতন শুক্লার হাত ধরে ওড়িশার বিরুদ্ধে বাংলার হয়ে অভিষেক হয় শুভজিয়ের। ওড়িশার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে ৩৩ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন তিনি। ২০১৪ সালের ৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর এই স্বল্প সময় বাংলার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন শুভজিৎ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: বক্সিং ডে টেস্টের আগেই ভারতের পরিকল্পনা ফাঁস! মাস্টারপ্ল্যান জানিয়ে দিলেন দলেরই তারকা!
কলকাতা ময়দানে পরিচিত নাম শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেও প্রতিদিনের মত ব্রেকফাস্ট সেরে শরীর খারাপ লাগায় আবার শুতে গিয়েছিলেন। বিকেলের দিকে ডাকার পর না ওঠার ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলার ক্রীড়া মহল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 7:11 PM IST