India Open: দিল্লির আবহাওয়া ব্যাডমিন্টনের জন্য উপযোগী নয়! ইন্ডিয়া ওপেন থেকে নাম তুলে নিয়ে জরিমানার মুখে পড়লেন ড্যানিশ তারকা শাটলার!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারতের আবহাওয়া ব্যাডমিন্টন খেলার জন্য উপযোগী নয়। এই অভিযোগ তুলে ডেনমার্কের বিখ্যাত শাটলার আন্দ্রেস আনটনসেন দিল্লিতে চলতে থাকা ইন্ডিয়া ওপেন থেকে তৃতীয় বছরের মতন নাম তুলে নিলেন। এর আগে তার দেশেরই আরও এক শাটলার মিয়া ব্লিচফেল্ডও একই অভিযোগ তুলেছিলেন।
নয়াদিল্লি: ভারতের আবহাওয়া ব্যাডমিন্টন খেলার জন্য উপযোগী নয়। এই অভিযোগ তুলে ডেনমার্কের বিখ্যাত শাটলার আন্দ্রেস আনটনসেন দিল্লিতে চলতে থাকা ইন্ডিয়া ওপেন থেকে তৃতীয় বছরের মতন নাম তুলে নিলেন। এর আগে তার দেশেরই আরও এক শাটলার মিয়া ব্লিচফেল্ডও একই অভিযোগ তুলেছিলেন।
এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত বছরে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। এরপরেই দিল্লির জন্য তৈরি হচ্ছিলেন আটসেনসন। কিন্তু, দিল্লির প্রবল খারাপ আবহাওয়ার জন্য নাম তুলে নিলেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তুলে ধরেছেন তিনি। এই বিষয়ে ইন্সস্টাগ্রামের একটি পোস্টে জানান, দিল্লির চরম দূষণের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই নিজের নাম তুলে নিয়েছেন তিনি। এই নাম তুলে নেওয়ার জন্য তাঁকে ব্যাডমিন্টন নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রায় ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
advertisement
advertisement

এই বিষয়ে তিনি নিজের পোস্টে লেখেন, “অনেকেই অবাক হচ্ছেন ইন্ডিয়া ওপেন থেকে তৃতীয় বারের জন্য নাম তুলে নিলাম কেন? কারণ দিল্লির চরম দূষণ! আমি মনে করি না দিল্লির এই আবহাওয়া আদোই ব্যাডমিন্টনের জন্য উপযুক্ত কিনা।”
প্রসঙ্গত, এর আগে আটনসেনের একই দেশের শাটলার ব্লিচফেল্ড নতুন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খেলতে নেমে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তোলেন।
advertisement
এই প্রসঙ্গে ভারতের ব্যাডমিন্টনের সেক্রেটারি জেনারেল সঞ্জয় মিশ্র বলেন, “আমি ভয়েস রেকর্ডিং শুনেছি। এছাড়াও, আমি বিভিন্ন বিষয় দেখেছি। তিনি প্রথমে আমাকে সবকিছুই ভাল বলেছিলেন। কিন্তু তারপরে শুনলাম সবই খারাপ।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2026 2:16 PM IST










