রিয়ালে ফিরলেন জিদান, সরে গেলেন স্যান্তিয়াগো সোলারি

Last Updated:
#মাদ্রিদ:  ফের রিয়াল মাদ্রিদের দায়িত্বে জিনেদাইন জিদান ৷ সোমবারই স্যান্তিয়াগো সোলারিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে দেয় রিয়াল কর্তৃপক্ষ তারপরেই নাটকীয়ভাবে ফিরিয়ে আনা হয় জিদানকে ৷ জিজুকে যে নতুন চুক্তি দেওয়া হয়েছে তা ২০২২ সাল অবধি চলবে ৷ গত মরশুমের পর মাত্র ৯ মাস দায়িত্ব ছাড়া হয়েছিলেন তিনি ৷ টানা তিনবার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব তুলে দেওয়া ম্যানেজার তারপর দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে চাননি ৷
advertisement
বার্সেলোনার কাছে দু‘বার হার, ঘরের মাঠে পরপর তিনটি হার এসবের পর সোলারির চাকরিটা যাওয়ারই ছিল  আর সেটা গেলও ৷ তবে জিদান যে সময়ে ফেরত এসেছেন তখন লা লিগায় আর মাত্র ১১টি খেলা বাকি রয়েছে ৷ আর লিগে বিশেষ কিছু করার অবস্থায় নেই রিয়াল ৷ রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে , ‘‘স্যান্টিয়াগো সোলারিও রিয়ালের জন্য যা করেছেন তার জন্য তারা কৃতজ্ঞ ৷ তিনি একনিষ্ঠ ও দায়বদ্ধভাবে রিয়ালের প্রতি দায়িত্ব পালন করেছেন ৷ ’’
advertisement
advertisement
আরও জানানো হয়েছে, ‘‘ জিনেদাইন জিদানের নিয়োগের ক্ষেত্রে ঐক্যমত হয়েছে বোর্ড ৷ সেটা এইমুহূর্ত থেকেই কার্যকরী ৷ ২০২২ -র ৩০ জুন অবধি চুক্তি হয়েছে ৷ ’’
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
রিয়ালে ফিরলেন জিদান, সরে গেলেন স্যান্তিয়াগো সোলারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement