রিয়ালে ফিরলেন জিদান, সরে গেলেন স্যান্তিয়াগো সোলারি
Last Updated:
#মাদ্রিদ: ফের রিয়াল মাদ্রিদের দায়িত্বে জিনেদাইন জিদান ৷ সোমবারই স্যান্তিয়াগো সোলারিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে দেয় রিয়াল কর্তৃপক্ষ তারপরেই নাটকীয়ভাবে ফিরিয়ে আনা হয় জিদানকে ৷ জিজুকে যে নতুন চুক্তি দেওয়া হয়েছে তা ২০২২ সাল অবধি চলবে ৷ গত মরশুমের পর মাত্র ৯ মাস দায়িত্ব ছাড়া হয়েছিলেন তিনি ৷ টানা তিনবার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব তুলে দেওয়া ম্যানেজার তারপর দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে চাননি ৷
advertisement
বার্সেলোনার কাছে দু‘বার হার, ঘরের মাঠে পরপর তিনটি হার এসবের পর সোলারির চাকরিটা যাওয়ারই ছিল আর সেটা গেলও ৷ তবে জিদান যে সময়ে ফেরত এসেছেন তখন লা লিগায় আর মাত্র ১১টি খেলা বাকি রয়েছে ৷ আর লিগে বিশেষ কিছু করার অবস্থায় নেই রিয়াল ৷ রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে , ‘‘স্যান্টিয়াগো সোলারিও রিয়ালের জন্য যা করেছেন তার জন্য তারা কৃতজ্ঞ ৷ তিনি একনিষ্ঠ ও দায়বদ্ধভাবে রিয়ালের প্রতি দায়িত্ব পালন করেছেন ৷ ’’
advertisement
advertisement
আরও জানানো হয়েছে, ‘‘ জিনেদাইন জিদানের নিয়োগের ক্ষেত্রে ঐক্যমত হয়েছে বোর্ড ৷ সেটা এইমুহূর্ত থেকেই কার্যকরী ৷ ২০২২ -র ৩০ জুন অবধি চুক্তি হয়েছে ৷ ’’
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2019 1:01 PM IST